এক্সপ্লোর
Advertisement
মদ্যপ অবস্থায় দু হাজার ফুট গভীর খাদে পড়ে মৃত্যু দুই যুবকের, ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার আম্বোলি ঘাটে মদ্যপ অবস্থায় দুই হাজার ফুট খাদে পড়ে গিয়ে প্রাণ হারালেন দুই পর্যটক। ওই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই দুজনের দেহ অবশ্য এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সাওয়ন্তওয়াড়ি থানার পুলিশ ইন্সপেক্টর সুনীল ধানাওয়াড়ে।
জনপ্রিয় পিকনিক পয়েন্ট আম্বোলি ঘাটের কাওয়ালে সাদ পয়েন্টে গত ১ আগস্ট এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ধানাওয়াড়ে জানিয়েছেন, নিহত দুই তরুণের নাম ইমরান গারাডি (২৬) এবং প্রতাপ রাঠোর (২১)। তারা একটি পোলট্রি ফার্মের কর্মী। সাত জনের একটি দলের সঙ্গে তারা ঘটনাস্থলে এসেছিল।
কাওয়াল পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে সঙ্গীরা সবাই চলে গেলেও ইমরান ও প্রতাপ সেখানেই রয়ে যায়। অনেকক্ষণ পরে ফিরছে না দেখে সঙ্গীরা পুলিশের দ্বারস্থ হয়।
স্থানীয় লোকজন ও দোকানদারদের কাছ থেকে পুলিশ দুর্ঘটনার কথা জানতে পারে। নিহত দুই তরুণের দেহ উদ্ধারের জন্য হিল রাইডার্স গ্রুপের ট্রেকারদের সাহায্য নিয়েছে। উপত্যকায় ওই দুজনের দেহ খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু প্রবল বর্ষণের কারণে দেহগুলি তুলে আনা যাচ্ছে না।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাতে বোতল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। খাদের ধারের রেলিংয়ের ওপর তারা প্রথমে উঠে বসে। এরপর নেমে আসে তারা। কিন্তু ফের রেলিংয়ের টপকে খাদের ধারে চলে যায় তারা। এরপর পা পিছলে খাদে পড়ে যায় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement