এক্সপ্লোর
Advertisement
নিউজ চ্যানেলের রিপোর্টের ভিত্তিতেই কর্নাটকে ভোটের দিন ট্যুইট করেন মালব্য, একই সময়ে করেছেন কংগ্রেসের নেতাও ,কমিশনে দাবি বিজেপির
নয়াদিল্লি: একটি নিউজ চ্যানেলের রিপোর্টের ভিত্তিতেই তাদের আইটি সেলের প্রধান অমিত মালব্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কর্নাটক বিধানসভা ভোটের দিনক্ষণ ট্যুইট করেছেন বলে নির্বাচন কমিশনে জানাল বিজেপি।
মালব্যের ট্যুইট নিয়ে শোরগোল চলছে। কী করে তাদের আগেই মালব্য ওই ট্যুইট করলেন, সে ব্যাপারে কমিশন তদন্তের জন্য কমিটি গড়েছে। ভোটের দিন আগেই ফাঁস হওয়াক বিষয়টি 'খুবই সিরিয়াস' বলেছেন, 'কঠোর পদক্ষেপে'র হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত।
তারপরই কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল কমিশনে দেখা করে। নাকভি পরে সাংবাদিকদের বলেন, মালব্যর অবশ্য়ই ওই ট্যুইট করা উচিত হয়নি। যদিও কমিশনকে ছোট করার কোনও বাসনা তাঁর ছিল না।
নকভি জানান, কমিশনকে নিজে চিঠি দিয়েছেন মালব্য।তাতে তিনি জানিয়েছেন, এদিন সকাল ১১টা ৬ মিনিটে একটি ইংরেজি নিউজ চ্যানেলে কর্নাটকের ভোটের দিন ঘোষণা করা হয়। তিনি ট্যুইটটি করেন ১১টা ৮ মিনিটে।
একেবারে ঠিক একই সময়ে কর্নাটক কংগ্রেসের এক শীর্ষ পদাধিকারীও ভোটের দিন ট্যুইট করেন বলে চিঠিতে দাবি করেছেন মালব্য। নিজের দাবি প্রমাণে ওই নিউজ চ্যানেলের রিপোর্ট, তাঁর নিজের ও কংগ্রেসের ওই নেতার ট্যুইট ও সেগুলির সময়ের স্ক্রিনশট পেশ করেছেন তিনি।
এদিন রাওয়াত যখন সাংবাদিক বৈঠক করছিলেন, কর্নাটক ভোটের নির্ঘন্ট ঘোষণাও করেননি, তখন বিজেপি ও কংগ্রেস নেতারাই ট্যুইট করে জানিয়ে দেন, ভোটগ্রহণ হবে ১২ মে, গণনা ১৮ মে। ভোটগণনার দিনটা অবশ্য কমিশনের ঘোষণার সঙ্গে মেলেনি। ১৫ মে গণনা হবে বলে জানিয়েছে কমিশন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement