এক্সপ্লোর
Advertisement
মিশনারিজ অব চ্যারিটির রাঁচির হোম থেকে শিশু বিক্রির অভিযোগ: ওদের কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, বিজেপিকে তোপ মমতার
কলকাতা: গত সপ্তাহে মাদার টেরেজা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির রাঁচির শেল্টার হোম নির্মল হৃদয় থেকে শিশু বিক্রির অভিযোগে এক সিস্টার ও সেখানকার এক মহিলা কর্মীর গ্রেফতারির পর এ ব্যাপারে বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হোমের এক নাবালক আবাসিকার সদ্যোজাত শিশুপুত্রকে উত্তরপ্রদেশের এক দম্পতির কাছে বেচে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঝাড়খন্ড স্টেট চাইল্ড প্রটেকশন কমিশনকে দিয়ে তদন্ত করাতে বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। মমতার অভিযোগ, মিশনারিজ অব চ্যারিটিকে কালিমালিপ্ত করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী ট্যুইট করেছেন, মাদার টেরেজা নিজে মিশনারিজ অব চ্যারিটি তৈরি করেছিলেন। এখন ওরাও রেহাই পাচ্ছে না। ওদের বদনাম করার জঘন্য প্রয়াস চলছে। সন্ন্যাসিনীদের নিশানা করা হচ্ছে। বিজেপি কাউকেই রেয়াত করতে চায় না। অত্যন্ত নিন্দনীয় এটা। মিশনারিজ অব চ্যারিটিকে গরিবের মধ্যে গরিবতমকে সেবা করতে দেওয়া হোক।
Mother Teresa herself set up Missionaries of Charity. And now they are also not being spared. Malicious attempts to malign their name. The Sisters are being targeted. #BJP want to spare no one. Highly condemnable. Let MOC continue to do their work for the poorest of the poor
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2018
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েও বলেন, কোনও ব্যক্তিবিশেষ অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু তা বলে মিশনারিজ অব চ্যারিটিকে খারাপ বলা যায় না।
গতকাল পুলিশ সিমডেগা জেলা থেকে আরও একটি বাচ্চাকে উদ্ধার করে, যাকে রাঁচির শেল্টার হোম থেকে বেচে দেওয়ার অভিযোগ উঠেছে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রাঁচি ইউনিটের চেয়ারপার্সন রূপা ভার্মা উত্তরপ্রদেশের দম্পতির কাছে শিশুবিক্রির অভিযোগে হোমের ওই মহিলা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
মিশনারিজ অব চ্যারিটির তরফে বিবৃতি দিয়ে গত সপ্তাহে জানানো হয়, তারা তিন বছর হল শিশুদের দত্তক দেওয়া বন্ধ করে দিয়েছে। সংস্থার মুখপাত্র সুনীতা কুমার জানিয়েছেন, খবরটি শুনে আমরা বিস্মিত। এটা মিশনারিজ অফ চ্যারিটি, সন্ন্যাসিনী এবং সংস্থার প্রতিষ্ঠাতার নৈতিক অবস্থানের পরিপন্থী। ঝাড়খণ্ডের ২ কর্মীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটিকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement