এক্সপ্লোর
Advertisement
কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ কুমারস্বামীর, মঞ্চে মমতা, সনিয়া, রাহুল সহ বিরোধী নেতা-নেত্রীরা
বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। বেঙ্গালুরুর বিধান সৌধতে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বাজুভাই ভালা। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন কংগ্রেস নেতা জি পরমেশ্বর। এই অনুষ্ঠানে দেখা গেল বিরোধী ঐক্যের ছবি। মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, এনপিসি প্রধান শরদ পওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদব, রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিংহ সহ বিজেপি-বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা। ছিলেন কুমারস্বামীর বাবা এইচ ডি দেবেগৌড়া ও মা চেন্নাম্মা। মমতা, অখিলেশ, মায়াবতীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়াকে।
এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য গতকালই বেঙ্গালুরু পৌঁছে যান মমতা। গতকাল রাতেই তাঁর সঙ্গে দেখা করেন কুমারস্বামী। আজ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মমতা। তিনি জানিয়েছেন, ‘সমস্ত আঞ্চলিক দলের একজোট হওয়া জরুরি। তাই কুমারস্বামীকে সমর্থন জানাতে এসেছি । কংগ্রেসের কাজ কংগ্রেস করুক।’Bengaluru: Opposition leaders, including Congress' Sonia Gandhi & Rahul Gandhi, SP's Akhilesh Yadav, AP CM Chandrababu Naidu, WB CM Mamata Banerjee, RJD's Tejashwi Yadav, CPI(M)'s Sitaram Yechury, NCP's Sharad Pawar, & newly sworn in Karnataka CM HD Kumaraswamy at Vidhana Soudha. pic.twitter.com/nCTbqqkGqZ
— ANI (@ANI) May 23, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement