বিড়ি দিতে অস্বীকার করায় স্ত্রীকে ‘তালাক’ স্বামীর

পালবল (হরিয়ানা): বিড়ি দিতে অস্বীকার করায় স্ত্রীকে তিন তালাক দিল স্বামী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ধকলপুরে। মহিলার অভিযোগ, গত ২৩ ডিসেম্বর শাহিদ তাঁকে তিন তালাক দেয়। কারণ, মহিলা তাঁর স্বামীকে এক প্যাকেট বিড়ি দেননি। শুধু তাই নয়, শাহিদ তাঁকে মারধরও করে বলে অভিযোগ।
ঘটনার পরই স্বামীর বিরুদ্ধে মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শাহিদের স্ত্রী। সেখানে তিনি জানান, প্রথমে বিড়ির প্যাকেট কথা শাহিদ সন্তানদের জিজ্ঞেস করলে তারা জানায় মা রেখে দিয়েছে। এর পর স্ত্রীকে বিড়ির প্যাকেট সম্পর্কে জানতে চায় শাহিদ। মহিলা জানিয়ে দেন, বিড়ির প্যাকেট কোথায় তিনি জানেন না। এরপরই ক্ষিপ্ত শাহিদ তাঁকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।






















