এক্সপ্লোর
ট্রেনে কাটা পড়ে মৃত্যু দাদার, বোনের হাত থেকে রাখী পরা হল না!

ফগওয়ারা: রাখী বন্ধন উপলক্ষে হরিয়ানায় বোনের বাড়ি যাচ্ছিলেন ৪৫ বছর বয়সি এক ব্যক্তি। দুর্ভাগ্যবশত যে ট্রেনে করে বোনের কাছে রাখী পরতে যাচ্ছিলেন দাদা, সেই ট্রেনেতে কাটা পড়েই মৃত্যু হল তাঁর। জলন্ধরের বাসিন্দা রাজিন্দর কুমার, হরিয়ানার পানিপথে বোনের বাড়ি যাচ্ছিলেন ট্রেনে করে। স্থানীয় এক স্টেশনে নেমে ছিলেন কিছু কিনতে। সেসময় ট্রেন ছেড়ে দেয়। ছুটে ট্রেন ধরতে গিয়ে, পা ফসকে লাইনে পড়ে যান রাজিন্দর কুমার। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জিআরপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















