এক্সপ্লোর
মাত্র ১ টাকার জন্য খুন!

ঠানে: মাত্র ১ টাকা! আর ওই এক টাকা নিয়ে ঝগড়ার জেরে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। মহারাষ্ট্রের ঠানের কল্যাণ শহরে এমনই ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ঠানে পুলিশের জনসংযোগ আধিকারিক সুখদা নারকার জানিয়েছেন, রামবাগে বাড়ির পাশে একটি দোকান থেকে ডিম কিনতে গিয়েছিলেন মনোহর গামনে নামে ৫৪ বছরের এক ব্যক্তি। দাম বাবদ একটা কম দিয়েছিলেন তিনি। এজন্য দোকানদারের সঙ্গে বচসা বেঁধে যায় তাঁর। দোকানদার গামনেকে গালিগালি দেন। তখনকার মতো বাড়ি ফিরে যান গামনে। কিছুক্ষণ পরে ছেলেকে সঙ্গে নিয়ে কেন তাঁকে গালাগালি দেওয়া হয়েছিল, দোকানদারের কাছে কৈফেয়ত্ চান গামনে। এতে দুই পক্ষের আর এক দফা বচসা বেঁধে যায়। ওই সময়ই দোকানদারের ছেলে গামনে মারধর শুরু করে। তাঁকে বারবার লাথি মারে। এতেই গামনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত ৪৫ বছরের সুধকার প্রভুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















