এক্সপ্লোর
মায়ের চিটফান্ডের ব্যবসা ফেল, টাকা ফেরত চেয়ে বাড়িতে তাগাদা বিনিয়োগকারীদের, 'খুন' করল ছেলে!

হায়দরাবাদ: মায়ের চিটফান্ড ব্যবসা ফেল করেছে। ঘনঘন লোকজন বাড়ি বয়ে এসে তাগাদা দিচ্ছে বিনিয়োগ করা টাকা ফেরানোর জন্য। ভাল লাগত না ছেলের। তিতিবিরক্ত হয়ে শেষ পর্যন্ত মাকে খুনই করে বসল সে! এমনই জানিয়েছে পুলিশ। মদন নামে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। সহকারী পুলিশ কমিশনার বিজয় কুমার জানান, পরিবারের লোকজনই পুলিশকে তার মাকে হত্যার ব্যাপারে খবর দেয়। মদনের বয়স কুড়ির কোঠায়। পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি ওই মহিলা চিট ফান্ড ব্যবসায় মার খান বলে জানা গিয়েছে। পাওনাদারের দল বাড়িতে চড়াও হওয়ায় তিনি শেষ পর্যন্ত ভাইয়ের বাড়িতে থাকা শুরু করেন। গতকাল মদন তাঁকে নিজেদের বাড়ি নিয়ে আসে। মায়ের সঙ্গে কথা কাটাকাটির পর তাঁর মাথায় আঘাত করে, গলা টিপে তাঁকে মেরে ফেলে সে। খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ এও জানিয়েছে, কয়েক মাস আগে ওই মহিলা নাকি চিট ফান্ডের টাকায় মেয়ের বিয়ে দেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















