এক্সপ্লোর
Advertisement
যৌনপল্লী থেকে উদ্ধার তরুণীকে বিয়ে করলেন প্রেমিক
নয়াদিল্লি: এই সমাজে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বহু লোকে বহু কথা বলে। কিন্তু বাস্তবে সেই ক্ষমতায়ন যাতে সম্ভব হয়, সেজন্যে তেমন কোনও পদক্ষেপ কেউই গ্রহণ করে না। তবে যৌনপল্লীতে আলাপ হওয়া ২৭ বছরের এক তরুণীকে মহিলা কমিশনের সাহায্যে সেখান থেকে উদ্ধার করে, ২৫ বছরের এক তরুণ বিয়ে করে নয়া নজির সৃষ্টি করলেন। তরুণের এধরনের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসায় দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।
নেপালি ওই তরুণীকে দিল্লির জি.বি রোডের যৌনপল্লী থেকেই উদ্ধার করে কমিশন। উদ্ধারের কয়েকদিন পরে, নিজের পরিবারের সামনে তরুণীকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন ওই তরুণ। এছাড়া নিজেদের বিয়েটি আইনসম্মত করাতে রেজিস্ট্রিও করিয়েছেন নবদম্পতি।
মালিওয়াল ওই তরুণের উদ্যোগকে কুর্ণিশ জানিয়ে বলেন, জিবি রোডের যৌনপল্লীতে থাকা বহু মেয়েই জীবনের মূলস্রোতে ফিরতে চান। কিন্তু সমাজ তাদের গ্রহণ করে না, তাই তাদের সেখানেই থেকে যেতে হয়। তাই মালিওয়ালের আবেদন, এভাবেই সমাজ থেকে কিছু মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে কিছু নির্দোষ মহিলা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
জিবি রোডের যৌনপল্লীতে প্রায় সাড়ে তিন হাজার যৌনকর্মী রয়েছে।
প্রেমিকের এই বলিষ্ঠ পদক্ষেপ সম্পর্কে আপনার কী মতামত জানান নীচের কমেন্ট বক্সে ক্লিক করে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement