এক্সপ্লোর
Advertisement
মোদীকে আর্থিক ব্যবস্থা পরিচালনায় ব্যর্থতার অভিযোগে কাঠগড়ায় তুললেন মনমোহন, বললেন, উনি এতটা নীচে নেমেছেন, একজন প্রধানমন্ত্রীকে মানায় না!
নয়াদিল্লি: নরেন্দ্র বিরোধী নেতাদের সম্পর্কে তাঁর সাম্প্রতিক নানা মন্তব্যে এতটাই নীচে নেমেছেন যা একজন প্রধানমন্ত্রীকে মানায় না। বললেন মনমোহন সিংহ।
কর্নাটকে সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, আজ পর্যন্ত আমাদের দেশের আর কোনও প্রধানমন্ত্রী তাঁর বিরোধীদের আক্রমণ করতে নিজের দপ্তরকে ব্যবহার করেননি, যা মোদী প্রায়ই করছেন। একজন প্রধানমন্ত্রীকে এতটা নীচে নামা শোভা পায় না, দেশের পক্ষেও তা শুভ নয়।
মনমোহন আরও বলেন, মোদী সরকার দাবি করেছিল, তাদের উদ্দেশ্য মহত্, কিন্তু তা দেশের ভয়াবহ ক্ষতি, লোকসান করেছে। সরকারের যুক্তি, বিশ্লেষণের ঘাটতির ফলে ভারত ও আমাদের সামগ্রিক ভবিষ্যতের ক্ষতি হবে।
প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি, ইউপিএ আমলে আর্থিক বৃদ্ধির গড় হার ছিল ৭ শতাংশ, এমনকী আন্তর্জাতিক পরিস্থিতি অশান্ত থাকা সত্ত্বেও একবার ৮ শতাংশও হয়েছিল, কিন্তু অনুকূল আন্তর্জাতিক পরিস্থিতি, তেলের কম দাম থাকা সত্ত্বেও এনডিএ সরকারের আমলে বৃদ্ধির হার কমেছে। বৃদ্ধির হিসেব করার মেথডলজি অর্থাত পদ্ধতি বদলেও, যাতে বাস্তবের চেয়ে আরও উজ্জ্বল ছবি তুলে ধরা যায়, দেখা গিয়েছে, এনডিএ শাসনে বৃদ্ধির হার কম।
নোট বাতিল ও জিএসটি 'তড়িঘড়ি রূপায়ণে'র মতো দুটি বিরাট ভুলের জন্যও মোদীকে তুলোধনা করেন মনমোহন। দুটিই এড়ানো যেত মনে করেন তিনি। মনমোহন বলেন, এই ভুলগুলির জন্য অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে বিরাট আঘাত দিয়েছে, যার ফলে অসংখ্য মানুষ কর্মচ্যুত হয়েছে।
মোদীর শাসনের ওপর মানুষ আস্থা হারাচ্ছে বলেও অভিমত জানান মনমোহন। বলেন মোদী সরকারের আর্থিক ব্যবস্থা পরিচালনায় ব্যর্থতার ফলে ধীরে ধীরে ব্যাঙ্কিং অবস্থার ওপর লোকের বিশ্বাস চলে যাচ্ছে। অতি সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে নগদ অর্থের যে সঙ্কট দেখা গেল, তাও এড়ানো যেত।
পিএনবি-কে ২০১১ থেকে ২০১৭ র মধ্যে প্রায় ১১০০০ কোটি টাকা প্রতারণা করে পালানো হিরে ব্যবসায়ী নীরব মোদীর কথাও বলেন মনমোহন। বলেন, খুব বেশিদিন হয়নি, নীরবকে প্রধানমন্ত্রীর সঙ্গে এক আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে দেখা গিয়েছো। ২০১৫-১৬ তেই নীরবের ব্যবসায় অনিয়মের লক্ষণ দেখা গিয়েছিল। তবুও মোদী সরকার কিছুই করেনি। দাভোসে নীরব মোদী অ্যান্ড কোম্পানির সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা গেল। তার কিছুদিন বাদেই দেশ থেকে পালিয়ে যান নীরব। মোদী সরকারের অদ্ভূত দুনিয়া কী যে চলছে, তারই প্রতিফলন রয়েছে এতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement