এক্সপ্লোর
Advertisement
প্রতিবন্ধকতার সার্টিফিকেট যোগাড় করতে স্বামীকে পিঠে বয়ে নিয়ে এলেন স্ত্রী
মথুরা: শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট যোগাড় করতে স্বামীকে পিঠে চাপিয়ে নিয়ে এলেন স্ত্রী। এই ঘটনার পর মথুরার মুখ্য মেডিক্যাল অফিসার (সিএমও) ওই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন।
এর আগে জানা যায়, এই সার্টিফিকেট যোগাড় করতে এক মহিলা শারীরিক প্রতিবন্ধী স্বামীকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছেন।
মহিলার নাম বিমলা। তাঁর স্বামী ছিলেন ট্রাক চালক। কিছু সমস্যার কারণে কয়েকমাস আগে বিমলার স্বামীর পা কেটে বাদ দিতে হয়। স্বামী যাতে প্রতিবন্ধী সার্টিফিকেট পান, সেজন্য সিএমও অফিসে এসেছিলেন। তখন তাঁকে বলা হয় যে, তাঁর স্বামীর ছবি তুলতে হবে।
বাড়িতে তিন চাকার কোনও যান নেই। কাজেই স্বামীকে পিঠ চাপিয়েই সিএমও অফিসে আসতে বাধ্য হন বিমলা।
বিমলা বলেছেন, আমাদের হুইল-চেয়ার বা রিক্সা নেই। স্বামীর সার্টিফিকেট যোগাড় করতে বিভিন্ন অফিসে ঘুরতে হয়েছে তাঁদের। কিন্তু সার্টিফিকেট মেলেনি।
এ ব্যাপারে উত্তরপ্রদেশের মন্ত্রী ভূপেন্দ্র চৌধুরী বলেছেন, সভ্য সমাজে এই ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাহায্য করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement