পাসপোর্ট নিয়ে ভোলবদল কেন্দ্রের, থাকছে শেষের পাতা, ইসিআর ক্ষেত্রে স্থগিত রংবদলের ভাবনাও
নয়াদিল্লি: পাসপোর্ট নিয়ে ভোলবদল কেন্দ্রের। আগের সিদ্ধান্ত থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে এদিন বিদেশমন্ত্রক জানিয়ে দিল, আপাতত পাসপোর্টের শেষ পাতা ফাঁকা থাকবে না। একইসঙ্গে, কমলা রঙের পাসপোর্টও হবে না।
এদিন বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, পাসপোর্টে বদল আনার কথা আপাতত স্থগিত রাখা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি বিশেষ বৈঠক হয়। সেখানেই বদলের ভাবনাচিন্তাকে মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিদেশমন্ত্রক ও মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে গঠিত তিন সদস্যের কমিটির সুপারিশ মেনে চলতি মাসের মাঝামাঝিতে পাসপোর্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বদল আনার কথা ভাবনাচিন্তা করেছিল কেন্দ্র।
সেই বদলগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পাসপোর্টের শেষের পাতা ফাঁকা রাখা। সূত্রের খবর, পাসপোর্টের শেষ পাতা, যেখানে ধারকের ঠিকানার বিবরণ থাকে, তা তুলে দেওয়ার ভাবনাচিন্তা করছিল বিদেশমন্ত্রক। বলা হয়েছিল, ধারকের ওই ঠিকানা নিজেদের কাছেই রেখে দেবে ভাবনা ছিল পাসপোর্ট ও অভিবাসন দফতর। ফলত, ভবিষ্যতে ঠিকানার প্রমাণ হিসেবে গণ্য হতো না পাসপোর্ট।
বিদেশমন্ত্রকের এক কর্তার দাবি ছিল, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের রক্ষা করতেই পাসপোর্টের শেষ পাতা ফাঁকা রাখার কথা ভাবা হচ্ছে। তিনি যোগ করেন, পরবর্তী সিরিজে যে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে, তাতে এই পরিবর্তন দেখা যেতে পারে। আর যাঁদের পুরনো পাসপোর্ট রয়েছে, তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নতুন ধরনের পাসপোর্ট দেওয়া হবে।
শুধু তাই নয়। দ্রুত প্রক্রিয়াকরণের জন্য পাসপোর্টের রঙেও বদল আনার কথা ভাবনাচিন্তার স্তরে ছিল কেন্দ্রের। বর্তমানে তিন রঙের পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। যে সব সরকারি আধিকারিক কেন্দ্রের তরফে বিদেশে যান, তাঁদের সাদা রঙের পাসপোর্ট দেওয়া হয়।
কূটনীতিকরা লাল রঙের পাসপোর্ট পান এবং বাকিদের গাঢ় নীল রঙের পাসপোর্ট দেওয়া হয়। এই নীল শ্রেণিতেও আবার দুটি পৃথক উপ-শ্রেণি রয়েছে। একটিতে এমিগ্রেশন চেক (ইসিআর) বা অভিবাসন পরীক্ষা লাগে, অন্যটায় লাগে না (ইসিএনআর)। সূত্রের মতে, প্রথম উপ-শ্রেণির ক্ষেত্রে পাসপোর্টের রঙ কমলা করার কথা ভাবছিল কেন্দ্র।
কিন্তু, সূত্রের খবর, এই ভাবনার প্রেক্ষিতে গত দুসপ্তাহে বিদেশমন্ত্রকের কাছে বিভিন্ন মহল থেকে মতামত আসতে শুরু করে। সেখানে সকলেই একবাক্যে এই দুই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানায়। বিশেষ করে, কমলা পাসপোর্ট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ তুলে আক্রমণ শানাতে শুরু করেছিল বিরোধীরাও।
মূলত, এরপরই সোমবার বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। এদিন বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন সত্ত্বাধিকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করার পর বিদেশমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, বর্তমানে যেমন পাসপোর্টের শেষ পাতা ছাপা হচ্ছে, তেমনই চলবে। পাশাপাশি, ইসিআর ব্যক্তিদের ক্ষেত্রে কমলা রঙের পাসপোর্টও জারি করা হবে না।