এক্সপ্লোর
Advertisement
এইমসের প্রবেশিকায় প্রথমবারেই উত্তীর্ণ হলেন এই কাগজকুড়ানির ছেলে
নয়াদিল্লি: বাড়ি মধ্য প্রদেশের দেওয়াসে। বাবা রাস্তাঘাট থেকে কাগজ, প্লাস্টিক, এটা সেটা কুড়িয়ে সংসার চালান। বাড়িতে বিদ্যুৎ, শৌচাগার কিচ্ছু নেই। কিন্তু প্রতিকূল পরিবেশ দমিয়ে রাখতে পারেনি ১৮ বছরের আশারাম চৌধুরীকে। প্রথমবারের চেষ্টাতেই এইমসের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসে প্রবেশিকা পরীক্ষা হয় ২৭ মে। ওবিসি বিভাগে আশারাম ১৪১ তম স্থানে রয়েছেন, সব মিলিয়ে তাঁর স্থান ৭০৭। এর আগে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিটেও ওবিসি বিভাগে ৮০৩ র্যাঙ্ক করেন তিনি আর সব মিলিয়ে ২,৭৬৩।
যোধপুর এইমসে এমবিবিএস পড়তে যাচ্ছেন আশারাম। প্রবল মেধাবী এই ছাত্র জানিয়েছেন, কোর্স সম্পূর্ণ করে তিনি তাঁর বিজয়গঞ্জ মান্ডি গ্রামে ফিরে আসবেন, হাসপাতাল গড়ে তুলবেন এখানে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, আশারামের পরিবারের জন্য পাকা বাড়ি ও শৌচাগারের ব্যবস্থা করবেন তাঁরা। এনে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। মেধাবী বিদ্যার্থী যোজনায় আশারামের লেখাপড়ার খরচও দেওয়া হবে।
[embed]https://twitter.com/ChouhanShivraj/status/1020620653420982273[/embed]
[embed]https://twitter.com/ChouhanShivraj/status/1020707729353125889[/embed]
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement