(Source: ECI/ABP News/ABP Majha)
সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখা উচিত: সেনাপ্রধান
নয়াদিল্লি: সশস্ত্র বাহিনীর রাজনীতিকরণ করা উচিত নয়। সেনাবাহিনীকে রাজনীতির থেকে দূরে রাখাই বাঞ্ছনীয়। এমনটাই মনে করেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে রাজনীতির বাইরে রাখা উচিত। আমরা দেখতে পাচ্ছি, সেনার রাজনীতিকরণ করা হচ্ছে। আমি মনে করি, আমরা অত্যন্ত নিরপেক্ষ পরিবেশে কাজ করি। আমাদের শক্তিশালী গণতন্ত্র রয়েছে। তার জন্যই, সামরিক বাহিনীকে দূরে রাখা উচিত।
তিনি যোগ করেন, একটা সময় ছিল, যখন রাজনীতি ও মহিলাকে সেনার আলোচনা থেকে দূরে রাখা হত। তবে, এখন এই দুটি ক্ষেত্রই সামরিক বাহিনীতে চলে এসেছে। তবে, এই বিষয়গুলি এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। তিনি মনে করেন, যদি কোনও সামরিক প্রতিষ্ঠান বা কর্মীর সঙ্গে রাজনীতিকে জুড়ে যায়, তাহলে তার থেকে বিরত থাকা উচিত।
সেনাপ্রধান স্মরণ করিয়ে দেন, সেনা কখনই দেশের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করে না।