এক্সপ্লোর
Advertisement
‘কনফিডেন্সিয়াল’ বার্তা ফাঁস করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন মিস্ত্রি, বিবৃতি টাটার
মুম্বই: বিস্ফোরক ই-মেলের পাল্টা কড়া বিবৃতি!
টাটাদের সঙ্গে সাইরাস মিস্ত্রির বাগযুদ্ধ ক্রমেই ক্ষুরধার হচ্ছে! বোর্ড রুম থেকে বেরিয়ে তা এখন প্রকাশ্যে।সাইরাস মিস্ত্রির বিস্ফোরক ই-মেলের জবাবে টাটা সনসের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এটা অত্যন্ত দুঃখজনক, টাটা সন্সের বোর্ড সদস্যদের পাঠানো ‘কনফিডেন্সিয়াল’ বার্তা সকলের সামনে ফাঁস করা হয়েছে। যা অভাবিত ও অমর্যাদাকর। এতে সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে। যা ক্ষমার অযোগ্য অপরাধ।
অভিযোগ তার পাল্টা জবাব। ভারতীয় বাণিজ্যিক জগতে এখন কার্যত থমথমে পরিস্থিতি টাটাদের সঙ্গে শাপুরজি-পালনজি গোষ্ঠীর এই লড়াই ঘিরে। চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর ই-মেল পাঠিয়ে পূর্বসূরী রতন টাটার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সাইরাস। লিখেছিলেন, যে হেতু ন্যানোকে লাভজনক করে তোলার কোনও পথই দেখা যাচ্ছে না, তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একটাই কৌশল হতে পারে— তা বন্ধ করে দেওয়া। কিন্তু আবেগের কারণে সেটা করা যায়নি।
সাইরাস মিস্ত্রি সরাসরি রতন টাটার দিকে আঙুল তুলে অভিযোগ করেছিলেন, তাঁর চেয়ারম্যান হওয়ার আগে এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রিটার্ন ভাল মেলেনি, কিন্তু ঋণ বেড়েছে বহু গুণ। কিছু ব্যবসা এমন জায়গায় দাঁড়িয়ে যে, হিসেবের খাতা থেকে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার সম্পদ মুছে দেওয়ার মুখে টাটা গোষ্ঠী!
এর জবাবে টাটা সনসের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, অপসারণের পর তিনি (সাইরাস মিস্ত্রি) নানা অভিযোগ করছেন, বিভিন্ন সিদ্ধান্তের দিকে আঙুল তুলছেন, যেগুলির অংশীদার তিনি নিজেও ছিলেন।
নিজের ই-মেলে সাইরাস মিস্ত্রী এও অভিযোগ করেছেন, ২০১২-র ডিসেম্বরে আমাকে চেয়ারম্যান নিয়োগ করার সময় বলা হয়েছিল স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। কিন্তু, পরে টাটা পরিবারের ট্রাস্টের সঙ্গে টাটা সনসের বোর্ড অফ ডিরেক্টসের সম্পর্কের যে বিধি, তা বদলানো হয়।
বোর্ড মিটিংয়ের মাঝপথে টাটা পরিবারের ট্রাস্টের সদস্যরা বেরিয়ে যেতেন মিস্টার টাটার (রতন টাটা) পরামর্শ নিতে। তাঁরা কার্যত পোস্টম্যান হয়ে গিয়েছিলেন। আমাকে কার্যত লেম-ডাক চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল।
এর জবাবে টাটা সনসের তরফে বলা হয়েছে, এগজিকিউটিভ চেয়ারম্যান হিসাবে তাঁকে (সাইরাস মিস্ত্রি) কোম্পানি পরিচালনার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রাক্তন চেয়ারম্যানের (সাইরাস মিস্ত্রি) আমলে কোম্পানি লাগাতার তাঁর মূল্যবোধ, সংস্কৃতি থেকে বিচ্যুত হয়েছে।
সাইরাস মিস্ত্রিকে অত্যন্ত কড়া ভাষায় টাটা সনসের তরফে জানানো হয়েছে, মিস্টার মিস্ত্রি (সাইরাস মিস্ত্রি) যেভাবে কর্মচারীদের চোখে গোষ্ঠীর সম্মানহানির চেষ্টা করেছেন, তা ক্ষমার অযোগ্য।
এদিকে, সাইরাস মিস্ত্রি দাবি করেছেন, তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়েই চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়েছে। যদিও, টাটা সনস সূত্রে খবর, সাইরাসকে আগেই পদত্যাগের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি তা না করায়, শেষপর্যন্ত সরানো হয়।
এদিকে, দু’পক্ষের সংঘাত আরও তুঙ্গে তুলে সাইরাস মিস্ত্রি টাটা গোষ্ঠীর একাধিক সংস্থার শীর্ষ পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement