এক্সপ্লোর
Advertisement
টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে অপসারিত সাইরাস মিস্ত্রি
মুম্বই: সংঘাতের আবহে নতুন আক্রমণ। টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে অপসারিত সাইরাস মিস্ত্রি। জানানো হল টাটা সন্সের তরফে। টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে মিস্ত্রির অপসারণের সঙ্গে সঙ্গে তিনি আর টাটা গ্রুপের চেয়ারম্যানও রইলেন না।
১২ ডিসেম্বর টাটা ইন্ডাস্ট্রিজের বিশেষ সাধারণ সভায় একজোট হয়ে সাইরান মিস্ত্রিকে ডিরেক্টরের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর, ১০৩ বিলিয়ন ডলারের সংস্থা টাটা সন্স-এর চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয় সাইরাসকে। সেদিনই অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রতন টাটা। ওইদিনই এক নয়া সার্চ কমিটি গঠনের সিদ্ধান্তের কথাও ঘোষণা করা হয়। সেই সার্চ কমিটির দায়িত্ব নয়া চেয়ারম্যান খুঁজে বের করা ও তাঁর নিয়োগের প্রক্রিয়া শুরু করা।
এরপর শুরু হয় অন্য যুদ্ধ। শুরু হয় রতন টাটা-সাইরাস মিস্ত্রির একে অপরকে দোষারোপের পর্ব। সাইরাসের বিরুদ্ধে কনফিডেন্সিয়াল বার্তা ফাঁসের অভিযোগ তোলা হয়। রতন টাটার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন সাইরাস।আবার টাটা সন্সের পক্ষ থেকে দাবি করা হয়, ভুল বুঝিয়ে চেয়ারম্যান হয়েছিলেন সাইরাস, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তিনি। আপাতত টাটা-সাইরাসে দড়ি টানাটানির লড়াই শেষে টাটা ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর পদ থেকে সরতে হল সাইরাস মিস্ত্রিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement