এক্সপ্লোর
Advertisement
পুজোর আগে সুখবর, কমবে মোবাইল বিল, ট্রাই কল টার্মিনেশন চার্জ প্রতি মিনিটে কমিয়ে ৬ পয়সা করল
নয়াদিল্লি: উৎসবের মরসুমের আগে আমজনতার জন্য সুখবর। ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মঙ্গবাল এক নির্দেশিকা জারি করে জানায়, এবার মোবাইল থেকে মোবাইল ফোন করলে কল টার্মিনেশন চার্জ বাবদ প্রতি মিনিটে ৬ পয়সা করে কাটা হবে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন চার্জ। তবে ট্রাইয়ের এই নয়া নির্দেশিকা বেশির ভাগ টেলিকম সংস্থাই মানতে নারাজ। সূত্রের খবর, তারা এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে।
আগে মোবাইল থেকে মোবাইল ফোন করলে কল টার্মিনেশন বাবদ মিনিট প্রতি ১৪ পয়সা করে কাটা হত। সেটাই অর্ধেক করে দিল ট্রাই। এমন নির্দেশিকা জারির পিছনে কারণ হিসেবে ট্রাইয়ের তরফে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তন। ট্রাই তাদের নতুন নির্দেশিকাতে আরও বলেছে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে দেশের মধ্যে করা কল টার্মিনেট করলে শূন্য পয়সা কাটা হবে। তখন অন্য ধরনের কল যেমন ল্যান্ডলাইন থেকে মোবাইল, ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইন, মোবাইল থেকে ল্যান্ডলাইনে ফোন করলেও কল টার্মিনেশন চার্জ শূন্য হয়ে যাবে।
ট্রাইয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুর দাবি, টারিফ সংক্রান্ত এই নয়া নির্দেশ টেলিকম সেক্টরের জন্যে ভয়াবহ। এই ভাবে কোনও আলোচনা না করে এই বদল আনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেই জন্যেই তারা আইনের দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা করছে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কল টার্মিনেশন চার্জ যদি বার্ষিক ভিত্তিতে কমিয়ে ৬ পয়সা প্রতি মিনিট করা হয়, তাহলে রিলায়েন্স জিও বছরে সেভিংস করবে ৫০০০ কোটির। এয়ারটেলের ক্ষতি হবে দু হাজার কোটির, ভোডাফোনের ক্ষতি হবে ১৫০০ কোটির, আইডিয়ার ১২০০ কোটির। লাভবান হবে রিলায়েন্স কমিউনিকেশন এবং এয়ারসেল। তাদের লাভ হবে আড়াইশো কোটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement