এক্সপ্লোর
‘চরিত্র’ নিয়ে সন্দেহ, মডেল বান্ধবীকে মাথা থেঁতলে খুন, গ্রেফতার
নাগপুর পুলিশের জনৈক কর্তা জানিয়েছেন, তাঁরা গত শনিবার সকালে পানধুরনা-নাগপুর হাইওয়েতে একটি মাথা থেঁতলে যাওয়া মেয়ের দেহ পড়ে থাকার খবর পান। সোস্যাল মিডিয়ার মাধ্যমে মেয়েটিকে তাঁরা শনাক্ত করেন।
নাগপুর: উঠতি মডেল খুন পুরুষ বন্ধুর হাতে! অভিযোগ, তাঁর ‘চরিত্র’ নিয়ে মনে সংশয় ছিল বয়ফ্রেন্ডের মনে। তারই পরিণামে বয়ফ্রেন্ড তাঁকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। মহারাষ্ট্রের নাগপুরের এই ঘটনায় অভিযুক্ত বয়ফ্রেন্ড আশরফ শেখকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত ১৯ বছরের খুশি পরিহার নাগপুরের বাসিন্দা।
নাগপুর পুলিশের জনৈক কর্তা জানিয়েছেন, তাঁরা গত শনিবার সকালে পানধুরনা-নাগপুর হাইওয়েতে একটি মাথা থেঁতলে যাওয়া মেয়ের দেহ পড়ে থাকার খবর পান। সোস্যাল মিডিয়ার মাধ্যমে মেয়েটিকে তাঁরা শনাক্ত করেন। খুশি নামে মেয়েটি স্থানীয় ফ্যাশন শো-য়ে অংশ নিত, তাঁর মডেল হয়ে ওঠার বাসনা ছিল।
পুলিশ অফিসারটি জানান, গ্রেফতার আশরফ জিজ্ঞাসাবাদে খুশিকে হত্যার কথা কবুল করে বলেছে, বান্ধবীর চরিত্র নিয়ে সন্দেহ হয়েছিল তার, স্থানীয় কিছু ছেলের সঙ্গে তার ‘ঘনিষ্ঠতা’ আছে বলে মনে হয়েছিল। আশরফ খুশির সঙ্গে গত ১২ জুলাই নিজের গাড়িতে যাচ্ছিল, পরে পানধুরনা-নাগপুর হাইওয়ের কাছে সাভলি ফাটা এলাকায় তার মাথা থেঁতলে তাকে হত্যা করে। এ ব্যাপারে একটি খুনের মামলা রুজু করেছে নাগপুর (গ্রামীণ) পুলিশ। আরও তদন্ত চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement