এক্সপ্লোর
পাসপোর্ট প্রত্যাহার? কাটছাঁট নিরাপত্তায়? কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি কঠোর হচ্ছে কেন্দ্র
![পাসপোর্ট প্রত্যাহার? কাটছাঁট নিরাপত্তায়? কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি কঠোর হচ্ছে কেন্দ্র Modi Government May Act Tough With Separatists Withdraw Passports Whittle Down Security পাসপোর্ট প্রত্যাহার? কাটছাঁট নিরাপত্তায়? কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি কঠোর হচ্ছে কেন্দ্র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/15152827/Kashmir-2-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি অবস্থান কঠোর করছে কেন্দ্র। জম্মু-কাশ্মীর সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদলের কয়েকজন সদস্য যেচে তাঁদের সঙ্গে কথা বলতে গেলেও যেভাবে তাঁদের বাড়ির দরজার বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে, তাতে ক্ষুব্ধ কেন্দ্র পালটা কড়া মনোভাবে দেখানোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। এবার বিচ্ছিন্নতাবাদী নেতাদের কথায় কথায় বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞার খাড়া নামতে পারে। বিচ্ছিন্নতাবাদীদের পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তাঁদের বিদেশ সফরের প্রয়োজনীয় কাগজপত্র, নথি নাও দেওয়া হতে পারে। এভাবে মধ্যপন্থী বা কট্টরপন্থী হুরিয়ত নেতাদের বিদেশ যাওয়ার পথে বাধা তৈরির রাস্তা নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী নেতারা সরকারি কোষাগারের টাকায় যে নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন, সেখানেও কাটছাঁট করা হতে পারে।
সরকারি সূত্রের খবর, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের কড়া বার্তা দিতে চাইছে সরকার।এজন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন খুঁটিয়ে দেখা হবে, তেমনই তাঁদের বিরুদ্ধে ঝুলে থাকা বকেয়া মামলাগুলি শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে।সূত্রটি বলেছে, গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত কাশ্মীরে আগুনে ঘি ঢালতে যারা যুবকদের হাতে পাথর তুলে দিয়ে রাস্তায় নামিয়েছে, তাদের রেহাই দেওয়া হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এহেন কঠোর মনোভাবে সায় দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই শোনা যাচ্ছে। তিনি নাকি বুঝিয়ে দিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কঠোর হওয়ার সময় এসেছে।
সীতারাম ইয়েচুরি, ডি রাজা, শারদ যাদব সহ কেন্দ্র থেকে যাওয়া প্রতিনিধিদলের কয়েকজন আলোচনার বার্তা নিয়ে গেলেও তাঁদের প্রতি যে অসৌজন্য দেখানো হয়েছে, তার নিন্দা করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরিয়ত, ইনসানিয়তের পরিচয় দেননি বলে ক্ষোভ জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, কেন্দ্রের ধারণা হয়েছে যে, জম্মু ও কাশ্মীরে কড়া শাসনের ঘাটতি আছে। এটা শোধরানো প্রয়োজন। রাজ্য সরকার বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কড়া হওয়ার পরিবর্তে নমনীয় মনোভাব দেখাচ্ছে। কিন্তু কাশ্মীরের পড়ুয়ারা, তাদের অভিভাবকরা, মধ্যবিত্ত শ্রেণি চাইছে, হিংসার পরিসমাপ্তি হোক। তারা ভিতরে ভিতরে অশান্ত হয়ে উঠছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)