এক্সপ্লোর
সেট টপ বক্সে চিপ! টিভিতে কী দেখছে লোক, নজরদারির ভাবনা সরকারের?

নয়াদিল্লি: বিভিন্ন সরকারি পরিষেবায় আধার নম্বর বাধ্যতামূলক করে নাগরিকের গোপনীয়তায় হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে বলে নানা মহলে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার পরও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার লোকে বাড়িতে টিভি-তে কী দেখছে, তার ওপর নজরদারির চিন্তাভাবনা করছে বলে খবর। আধারের মাধ্যমে সংগৃহীত তথ্য বেসরকারি কোম্পানির হাতে তুলে দিয়ে গোপনীয়তার ভঙ্গের অভিযোগে বিরোধীরা কাঠগড়ায় তুলেছে মোদী সরকারকে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের খবর, ডিজিট্যাল স্যাটেলাইট পরিষেবাদাতাদের দেওয়া সেট টপ বক্সে চিপ লাগানোর কথা ভাবা হচ্ছে। সরকার বুঝতে চাইছে, লোকে টিভিতে কী দেখছে, কী ধরনের অনুষ্ঠান তাদের পছন্দ। মন্ত্রকের তরফে টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাই-কে চিপ বসানোর প্রস্তাবের কথা জানিয়ে টিভি দেখার ওপর নজরদারির ভাবনায় তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। সরকার এ ব্যাপারে যেসব কারণের উল্লেখ করেছে, দূরদর্শনকে চাঙ্গা করা সেগুলির অন্যতম। তথ্য ও সম্প্রচারমন্ত্রকের কাছে দূরদর্শনের ভিউয়ারশিপ বিবেচনার বিষয় হয়ে উঠেছে। এক্ষেত্রে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের তথ্যের ওপর পুরোপুরি ভরসা করতে নারাজ মোদী সরকার। বার্ক হল টিভি-র দর্শক সংখ্যা হিসাব করা এজেন্সি। তারা নানা চ্যানেলের কাছ থেকে তথ্য জোগাড় করে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রকের এক কর্তা বলেছেন, বার্কের হাতে বিকল্প পন্থা না থাকায় সরকারের কাছে আর কোনও রাস্তা নেই। যদিও বার্ক কোন পদ্ধতিতে সার্ভে চালায়, তা কখনও জানায় না। বার্কের দেওয়া পরিসংখ্যান ফের পরীক্ষা করে দেখতে সরকার ৩০০ সেট টপ বক্সে মিটার বসানো নিয়ে আগে আলোচনা করেছিল। কিন্তু তারপর আর কিছু হয়নি। মন্ত্রকের ওই কর্তা আরও জানান, সেট টপ বক্সে চিপ বসালে ডিরেক্টরেট অব অ্যাডভার্টাইজিং অ্যান্ড ভিস্যুয়াল পাবলিসিটি (ডিএভিপি)-র বিজ্ঞাপনের পিছনে বুঝেশুনে খরচ করায় সুবিধা হবে, যেসব অনুষ্ঠানের দর্শক বেশি, সেগুলির প্রচার হবে বেশি করে। যদিও বার্ক কর্তাদের বক্তব্য, তাদের সার্ভের পদ্ধতি ওয়েবসাইটেই পাওয়া যায়। তথ্য ও সম্প্রচারমন্ত্রকের সঙ্গে আলোচনা করেই তাঁরা সিদ্ধান্ত নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















