এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী! ওমরকে আক্রমণ, কংগ্রেস, মহাগঠবন্ধন জবাব দিক, বললেন মোদি
হায়দরাবাদ: ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর ওমর আবদুল্লার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ হাতিয়ার করে কংগ্রেস, মহাগঠবন্ধনের নেতাদের টার্গেট করলেন নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী থাকবে, এমন ব্যবস্থার পক্ষপাতী আমরা, ওমরের এই বক্তব্যের উল্লেখ করে সোমবার এখানে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মিডিয়া রিপোর্টে প্রকাশ, ওমর কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী থাকার দাবি করেছেন। হিন্দুস্থানে দুজন প্রধানমন্ত্রী! আপনারা কি একমত? কংগ্রেস, মহাগঠবন্ধনের শরিকদের জবাব দিতে হবে। কী কারণে এমন দাবি, তোলার সাহসই বা এল কোথা থেকে। ওমরের দাবির সঙ্গে তাঁরা সহমত কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়, এইচ ডি দেবগৌড়া, চন্দ্রবাবু নাইডু, শারদ পাওয়ারের কাছেও জানতে চেয়েছেন মোদি।
প্রসঙ্গত, বিজেপি নেতারা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের দাবিতে সরব হওয়ায় ওমর বহু বছর আগে জম্মু ও কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী থাকার উল্লেখ করে রাজ্যের স্বতন্ত্র পরিচিতি রক্ষায় সেই ব্যবস্থা ফেরানো যায় কিনা, প্রশ্ন তুলেছেন।
এই প্রেক্ষিতেই মোদি জনসভায় বলেন, বাংলার দিদিকে, যিনি খুব চিত্কার করেন, প্রশ্ন করতে চাই, আপনি কি এর সঙ্গে সহমত? মানুষের কাছে জবাব দিন। ইউ টার্ন বাবু (চন্দ্রবাবু), যার সঙ্গে অন্ধ্রপ্রদেশে সম্প্রতি প্রচার করেছেন ফারুক আবদুল্লা, তিনি কী বলেন? নাইডুর ভোট পাওয়া উচিত বলে মনে করেন? এনসিপির শারদ পওয়ার ও প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়াও, যাঁর ছেলে কর্নাটকের মুখ্যমন্ত্রী জবাব দিন। আপনারা কি মহাগঠবন্ধনের সঙ্গে থাকবেন না ভেঙে বেরিয়ে আসবেন?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement