এক্সপ্লোর
সন্ত্রাসবাদকে বরদাস্ত নয়, স্বাধীনতা দিবসের বক্তৃতায় পাকিস্তানকে কড়া বার্তা মোদীর

নয়াদিল্লি: ৭০ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে লালকেল্লায় বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একনজরে দেখে নেব আজকের বক্তৃতায় কী বললেন মোদী # এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য # দুর্নীতি মোকাবিলায় বদ্ধপরিকর সরকার # স্বচ্ছতাই আমাদের মূল মন্ত্র # মুদ্রাস্ফীতির হার ছ শতাংশে নামিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার # প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে # দায়িত্বশীল সরকারই দেশে বদল আনতে পারে, আগে সরকারের বিরুদ্ধে শুধুই অভিযোগ উঠত # ২০২২-এর মধ্যে চাষিদের আয় দ্বিগুন করার লক্ষ্য # ত্যাগ অনুশাসন ছাড়া কিছুই হয় না # পার্লামেন্ট থেকে পঞ্চায়েত, সমস্যা থাকলে সমাধানও রয়েছে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















