এক্সপ্লোর
Advertisement
রাজনৈতিক দলগুলির অন্দরে গণতন্ত্রের হাল কেমন, জানা উচিত মানুষের, বললেন মোদী
নয়াদিল্লি: এবার রাজনৈতিক দলগুলির অভ্যন্তরে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বিতর্ক হোক সংবাদমাধ্যমে। এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সদর দফতরে দীপাবলি মঙ্গল মিলন অনুষ্ঠানে মোদী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই আর্জি জানিয়েছেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেছেন।
মোদী বলেছেন, রাজনৈতিল দলগুলির মধ্যে গণতন্ত্রের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলির নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা থাকা প্রয়োজন। কীভাবে কোনও একটি দলের নেতৃত্ব উঠে আসে? নতুন প্রজন্মকে কতটা সুযোগ দেওয়া হয়। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মূল্যবোধের ভিত্তি কিনা। এই বিষয়গুলি নিয়ে সুগভীর বিতর্ক প্রয়োজন।
অনুষ্ঠানে মোদীর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রের বিষয়টি সম্পর্কে মানুষ জানতে চায়। রাজনৈতিক দলগুলির অর্থের যোগান আলোচনার বিষয় হয়ে উঠেছে এটা সত্যি এবং এর থেকে অনেক কিছুই প্রকাশ্যে এসেছে। কিন্তু সামগ্রিকভাবে কীভাবে রাজনৈতিক দলগুলি গড়ে ওঠে, কীভাবে কাজ করে, কিভাবে নিয়োগ করে, তাদের মূল্যবোধ, আদর্শ, দুর্বলতা,এই দুর্বলতার কারণ কী...এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক হওয়া উচিত’।
মোদী বলেছেন, প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলি দেশ তথা গণতন্ত্রের পক্ষে প্রয়োজনীয়।
স্বচ্ছ ভারত অভিযানে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন মোদী। তিনি বলেছেন, সংবাদপত্রগুলির অর্ধেক পাতাই হয়ত সরকারের সমালোচনায় ভরা। কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের প্রসঙ্গ উঠলে প্রত্যেকেই একই অবস্থান নেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement