ট্রাম্প ও মোদীর নেতৃত্বের স্টাইল একই, দাবি বিজেপি নেতার

হায়দরাবাদ: সংবাদমাধ্যম হোক বা বিচারবিভাগ কিংবা আইনসভা—যে কোনও বিষয়ে মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অদ্ভুত সাদৃশ্য রয়েছে। এমনটাই দাবি করলেন তেলঙ্গনার এক বিজেপি নেতা।
নিজের ব্লগে কৃষ্ণসাগর রাও নামে ওই নেতা লেখেন, মোদী ও ট্রাম্পের নেতৃত্বদানের ধরণ অনেকটাই এক। বিশ্ব-সম্পর্কে তাঁদের চিন্তভাবনা, সিদ্ধান্তগ্রহণের পন্থা, রাজনৈতিক স্বার্থ, শাসনের লক্ষ্য, বিশ্বের অগ্রাধিকার এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা—দুজনের মধ্যে অত্যন্ত মিল রয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে রয়েছেন মোদী। এদিনই দুই রাষ্ট্রনেতার মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। পাশাপাশি, প্রথম বিশ্বনেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে মিলিত হবেন মোদী, যাঁকে মার্কিন রাষ্ট্রপতি ‘পরম বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।






















