এক্সপ্লোর
সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করতে মিথ্যা বলছেন মোদি, কটাক্ষের জবাব ইয়েচুরির
প্রতিক্রিয়ায় ইয়েচুরি বলেছেন, মোদি নিজের স্বভাবমতোই ভোপালে যা বলা হয়েছে, তাকে বিকৃত করেছেন। সেখানে বিজেপি এক সন্ত্রাসবাদে অভিযুক্তকে প্রার্থী করেছে। সন্ত্রাসের যেমন কোনও ধর্ম হয় না, তেমনই সব ধর্মেই হিংস্র লোকজন দেখা যায়।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদিকে পাল্টা সীতারাম ইয়েচুরির। সাম্প্রদায়িক মেরুকরণ ঘটাতে প্রধানমন্ত্রী ‘অসত্য কথা’ বলেছেন বলে অভিযোগ তোলেন তিনি। প্রধানমন্ত্রী সোমবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী জনসভায় রামায়ণ, মহাভারত সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে ইয়েচুরিকে একহাত নেন। তার প্রতিক্রিয়ায় ইয়েচুরি বলেছেন, মোদি নিজের স্বভাবমতোই ভোপালে যা বলা হয়েছে, তাকে বিকৃত করেছেন। সেখানে বিজেপি এক সন্ত্রাসবাদে অভিযুক্তকে প্রার্থী করেছে। সন্ত্রাসের যেমন কোনও ধর্ম হয় না, তেমনই সব ধর্মেই হিংস্র লোকজন দেখা যায়। এমনকী রামায়ণ, মহাভারতেও এ ধরনের লোকজনের কথা আছে। সাম্প্রদায়িক বিভাজন তীব্র করতেই মোদি মিথ্যা বলছেন।
As is his wont, Modi distorted what was said in Bhopal where BJP has fielded a terror-accused. Like terror knows no religion, violent people can be found in all groups. Even epics Ramayana & Mahabharata speak of such people. To sharpen communal polarisation, Modi utters untruths. https://t.co/7mEUjGtE9P
— Sitaram Yechury (@SitaramYechury) May 6, 2019
অভিযোগ, সম্প্রতি রামায়ণ, মহাভারতকে হিন্দু সন্ত্রাসের উদাহরণ হিসাবে তুলে ধরেন ইয়েচুরি। এদিনের জনসভায় ইয়েচুরিকে নিশানা করে হিন্দুধর্মের বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলা কমিউনিস্টদের ফ্যাশন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মোদি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















