এক্সপ্লোর
Advertisement
'আমি সামান্য ব্যবসায়ী মাত্র, আলিশবাকে চিনিই না', নীরবতা ভেঙে হাসিনের অভিযোগ খারিজ করলেন মহম্মদ ভাই
নয়াদিল্লি: আলিশবা নামে এক পাক মহিলার মাধ্যমে লন্ডনের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের কাছ থেকে মহম্মদ শামি টাকা নিয়েছেন বলে অভিযোগ তাঁর স্ত্রী হাসিন জাহানের। হাসিন কার্যত এভাবে ঘুরিয়ে ভারতীয় দলের পেসার সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন বলে মনে করা হচ্ছে। হাসিনের দাবি, দুবাইয়ে আলিশবার মাধ্যমে মহম্মদ ভাইয়ের পাঠানো টাকা নিয়েছেন সামি। এই অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন মহম্মদ ভাই। তিনি হাসিনের অভিযোগ খারিজ করে দিয়ে দাবি করেছেন, আলিশবা নামে কোনও মহিলাকেই তিনি চেনেন না। লন্ডনে সামি ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। কিন্ত আলিশবা কে, তা নিয়ে কিছুই জানেন না তিনি।
মহম্মদ ভাই বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা যখন ইংল্যান্ড সফরে এসেছিল তখন তিনি সামি ও হাসিনের সঙ্গে দেখা করেছিলেন। হাসিন তাঁকে 'ভাইয়া' বলে ডাকেন এবং হাসিন তাঁর বোনের মতো। সামি ও হাসিন যখন খাবার থেকে বা কেনাকাটার জন্য যেতে চাইতেন, তখন তিনি তাঁদের নিয়ে যেতেন বলে জানিয়েছেন মহম্মদ ভাই।
মহম্মদ ভাই বলেছেন, 'আমার মোবাইল ফোনের ছোট্ট একটা ব্যবসা রয়েছে। বেশিরভাগ সময়ই ব্যবসার কাজেই ব্যস্ত থাকি। এরপরও ওদের প্রয়োজনের সময় ওদের সঙ্গে দেখা করি। আমরা একসঙ্গে খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করতাম'।
মহম্মদ ভাই আরও জানিয়েছেন, সামি ও হাসিন যখন ইংল্যান্ড থেকে দেশে ফিরছিলেন তখন তিনি সপরিবারে লন্ডন বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে এসেছিলেন।
মহম্মদ ভাই বলেছেন, তাঁর জন্ম গুজরাতের সুরাতে, গত ২৫ বছর ধরে লন্ডনে থাকেন তিনি। তাঁর কথায়, 'আমার মোবাইলের একটা ছোট্ট ব্যবসা রয়েছে। আইন মেনে ও বৈধ উপায়েই আমি রোজগার করি। আমি কোনও প্রভাবশালী নই, একেবারেই সাধারণ মানুষ। ছোট্ট একটা ঘরে পরিবারের সঙ্গে সুখে স্বচ্ছন্দে সংসার করি'।
আলিশবা নামে মহিলার মাধ্যমে সামিকে টাকা পাঠানোর কথা অস্বীকার করেছেন মহম্মদ ভাই। তিনি বলেছেন, 'আমি অন্যায় কিছু করিনি, বা এ ধরনের কোনও কিছুর সঙ্গে জড়িতও নই। আমি কখনওই ম্যাচ-ফিক্সিংয়ের কথা বলিনি বা এজন্য কাউকে টাকাও দিইনি। আলিশবার নাম সংবাদমাধ্যম সূত্রে এই প্রথম শুনছি। জীবনে কোনওদিন আলিশবা নামে কোনও মহিলার সঙ্গে আমার দেখা হয়নি'।
যাকে তিনি চেনেনই না বা নামই শোনেননি, এমন এক মহিলার সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় তিনি স্তম্ভিত বলে জানিয়েছেন মহম্মদ ভাই।
উল্লেখ্য, হাসিন ব্যাভিচার, পারিবারিক হিংসার অভিযোগ করার পর সামির বিরুদ্ধে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
এর আগে আলিশবা নামে পাক মহিলা দুবাইয়ে সামির সঙ্গে দেখা করার সত্যতা স্বীকার করেছেন। তবে কোনওরকম টাকাপয়সা লেনদেনের অভিযোগ খারিজ করে দিয়েছেন। আলিশবা বলেছেন, আমি সামির অনুরাগী। এভাবেই আমি ওর বন্ধু হয়ে উঠেছি। অন্যান্য অনুরাগীদের মতো আমিও সামির একজন অনুরাগী। আমি সামি মেসেজও পাঠিয়েছি।
আলিশবাও লন্ডনের ব্যবসায়ী মহম্মদ ভাইকে চেনেন না বলেই দাবি করেছেন। একইসঙ্গে হোটেলের ভেতরে ঢোকার অভিযোগও তিনি অস্বীকার করেছেন। আলিশবা বলেছেন, তিনি সরাসরি তাঁর বোনের বাড়িতে গিয়েছিলেন। তবে পরের দিন সকাল নটা নাগাদ হোটেলে গিয়ে সামির সঙ্গে প্রাতঃরাশ করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement