এক্সপ্লোর
অন্ত্যেষ্টির জন্য শববাহী গাড়ি দিতে অস্বীকার পুরসভার, সন্তানের দেহ নিয়ে বাশের সাঁকো পেরোতে হল পরিবারকে

জব্বলপুর: অন্ত্যেষ্টির জন্য পুরসভার তরফে শববাহী যান দিতে অস্বীকারের অভিযোগ। বাধ্য হয়ে সন্তানের দেহ নিয়ে বাশের সাঁকো পার হল পরিবার। মধ্যপ্রদেশের সিদ্ধি জেলার ঘটনা। পিটিআই সূত্রে খবর, ওই এলাকায় মুনেশ কল নামে এক যুবকের মৃত্যু হয়। পরিবারে তরফে দেহ অন্ত্যেষ্টির জন্য স্থানীয় পুরসভার কাছে শববাহী গাড়ির আবেদন করা হয়। কিন্তু চালক নেই বলে গাড়ি দেওয়া সম্ভব নয় বলে পুরসভার তরফে জানানো হয়। তবে সিদ্ধি জেলায় এই ঘটনা প্রথম নয়। এর আগেও অর্থনৈতিকভাবে দুর্বল একটি পরিবারকে গাড়ি না দেওয়ার অভিযোগ উঠেছিল সেখনাকার পুরসভার বিরুদ্ধে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















