এক্সপ্লোর
নতুন ২০০০ টাকার নোটে উধাও গাঁধীজীর ছবি!

ভোপাল: ব্যাঙ্ক থেকে নতুন ২০০০ টাকার নোট পেয়ে চোখ কপালে উঠল মধ্যপ্রদেশের শেওপুর একটি প্রত্যন্ত গ্রামের কৃষকদের। নোটে নেই গাঁধীজীর ছবি। রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা থেকে ওই নোট দেওয়া হয়েছিল। কৃষকরা প্রথমে ভেবেছিলেন, এই নোট হয়ত জাল। কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে যেতে তাঁরা নোট দেখে জানান, গাঁধীজীর ছবি না থাকলেও ওই নোট আসলই। কৃষকদের বলা হয়, ছাপার ভুলেই নোটে নেই গাঁধীজীর ছবি।
ব্যাঙ্ক ও পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় এ ধরনের অনেক ত্রুটিপূর্ণ অথচ আসল নোট বাজারে রয়েছে।
বিচ্চুগাবড়ি গ্রামের কৃষ্ণা মিনার চোখে তো নোট নেওয়ার পর কোনও ত্রুটি ধরা পড়েনি। কিন্তু বাজারে ওই নোট নিয়ে যেতেই তাঁকে সতর্ক করে দেন অন্য এক কৃষক। ওই কৃষকও এ ধরনের ত্রুটিপূর্ণ নোট পেয়েছিলেন।
দুজনেই ব্যাঙ্কের শিবপুরী রোড শাখায় ওই নোট নিয়ে যেতেই সেগুলি ফিরিয়ে নেওয়া হয়।
এসবিআই-এর শেওপুর জেলা ম্যানেজার বলেছেন, ওই নোটগুলি জাল নয়। সম্ভবত ছাপার ক্ষেত্রে কিছু ভুল রয়েছে। ত্রুটি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই নোটগুলি ফেরত নেওয়া হয়। বিশদ ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ওই নোটগুলিতে যে জায়গায় ছবি থাকার কথা সেখানটা ফাঁকা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও নতুন নোটের রঙ ওঠা, নম্বর ধেবড়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার নোটে গাঁধীজীর ছবি উধাও হওয়ার ঘটনা প্রকাশ্যে এল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
