এক্সপ্লোর
স্বরূপানন্দ সরস্বতীর লাক্সারি বাসের ওপর ১১ লক্ষ টাকার কর, জরিমানা মকুব মধ্যপ্রদেশ সরকারের

ভোপাল: দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর বিলাসবহুল গাড়ির ওপর মোটা টাকার কর ও জরিমানা মকুব করে দিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সম্প্রতি ১৫ লক্ষ টাকা দিয়ে একটি লাক্সারি বাস কিনেছেন তিনি। ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে সেই গাড়ির চেহারার অদলবদলও করেছেন। তাঁর অনুগামীরা নরসিংহপুরে আরটিও অফিসে বাসের পারমিট জোগাড় করতে গেলে সেখান থেকে বাসের দামের ৭ শতাংশ অর্থাত্ ৯.১৪ লক্ষ টাকা পারমিট বা রোড ট্যাক্স হিসাবে দিতে বলা হয়। কিন্তু তা না দেওয়ায় আরও ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা ধার্য হয়। সব মিলিয়ে সরস্বতীর কাছে পাওনা হয় ১১ লক্ষ ৯৬ হাজার টাকা। তিনি এরপর মধ্যপ্রদেশ সরকারের দ্বারস্থ হন কর দেওয়া থেকে অব্যাহতি চেয়ে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। রাজ্য সরকারের মুখপাত্র তথা স্বাস্থ্যমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে স্বরূপানন্দজির লাক্সারি বাসের ওপর ধার্য হওয়া পারমিট কর ও অন্যান্য বকেয়া মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















