এক্সপ্লোর
সেনার উর্দিতে আচমকাই শ্রীনগরে আর্মি পাবলিক স্কুলে ধোনি, মিশে গেলেন পড়ুয়াদের সঙ্গে
শ্রীনগর: শ্রীনগরে আর্মি পাবলিক স্কুলে গতকাল আচমকাই চলে গেলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’ মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি যে স্কুলে আসবেন, তার আগাম কোনও তথ্যই ছিল না কর্তৃপক্ষের কাছে।
ভারতীয় সেনা বাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। স্কুলের খুদে পড়ুয়ারা ধোনিকে দেখে তো মহাখুশি। তাঁর এই আচমকা সফরের কথা সেনার চিনার কর্পের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ডের মাধ্যমে জানানো হয়েছে। ট্যুইটার হ্যান্ডেলটিতে ছবিও পোস্ট করা হয়েছে। সেনার উর্দিতেই স্কুলে গিয়েছিলেন মাহি। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে গল্প করলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।
স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলার সময় পড়াশোনা ও খেলার গুরুত্ব সম্পর্কে বোঝান ধোনি। ভারতীয় দল বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। ধোনি টেস্ট ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। বর্তমানে শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ফের ধোনিকে দেখা যাবে ভারতীয় দলে।Lt Col (Hony) Mahendra Singh #Dhoni interacting with the enthusiastic children of #APS #Srinagar; emphasised upon importance of #studies and #sports @adgpi @NorthernComd_IA @msdhoni pic.twitter.com/VWlmi2sdHZ
— ChinarCorps.IA (@Chinarcorps_IA) November 22, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement