এক্সপ্লোর
Advertisement
প্রাণ সংশয়ের আশঙ্কা! বন্দুকের লাইসেন্সের জন্যে আবেদন ধোনি-পত্নী সাক্ষীর
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ধোনি বন্দুকের লাইসেন্সের জন্যে আবেদন জানিয়েছেন। এরসঙ্গে সাক্ষী এও বলেছেন, তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। সেইজন্যেই তিনি বন্দুকের লাইসেন্সের জন্যে আবেদন জানিয়েছেন।
সূত্রের খবর, সাক্ষী .৩২ পিস্তলের লাইসেন্সের জন্যে আবেদন করেছেন। সাক্ষীর দাবি, তিনি বাড়িতে বেশিরভাগ সময় একলা থাকেন। এছাড়া ব্যক্তিগত কাজের জন্যে তাঁকে বহু জায়গায় একলা যাতায়ত করতে হয়। নিরাপত্তার খাতিরেই নিজের কাছে পিস্তল রাখতে চান সাক্ষী। প্রসঙ্গত, গত বারো বছর ধরে ধোনির কাছেও একটি ৯ এমএম পিস্তল রয়েছে। রাঁচির প্রশাসনিক আধিকারিকরা প্রথমে ধোনির আবেদন নাকচ করে দিলেও, পরে গ্রহণ করেন। আপাতত সাক্ষীর আবেদনটি তাঁরা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement