এক্সপ্লোর
মুম্বই: রক্তদান করলে এক কিলো পনির অথবা মুরগির মাংস!
রক্তদানের বিনিময়ে এক আশ্চর্য ইনসেনটিভের ব্যবস্থা করেছেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)-এর এক কর্পোরেটর।রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য ঠিক করা হয়েছে যিনি রক্ত দেবেন তাঁকে ১ কিলো চিকেন অথবা পনির দেওয়া হবে।
![মুম্বই: রক্তদান করলে এক কিলো পনির অথবা মুরগির মাংস! Mumbai Blood Donation Drive Donate your blood, get 1 kg chicken or paneer in return মুম্বই: রক্তদান করলে এক কিলো পনির অথবা মুরগির মাংস!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/09170355/blood-donation.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: রক্ত দানের বিনিময়ে এক আশ্চর্য ইনসেনটিভের ব্যবস্থা করেছেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)-এর এক কর্পোরেটর।রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য ঠিক করা হয়েছে যিনি রক্ত দেবেন তাঁকে ১ কিলো চিকেন অথবা পনির দেওয়া হবে। যেহেতু কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়ার জন্য রোগপ্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে চিকেন বা পনির জাতীয় প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার কথা বার বার বলা হচ্ছে, তাই রক্তদানের বিনিময়ে এমন খাবার পেলে মানুষের উৎসাহ বাড়বে বলে মনে করেছেন উদ্যোক্তারা।
আগামী ১৩ ডিসেম্বর নিউ প্রভাদেবীতে রাজভাই সালভি গ্রাউন্ডে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।ক্যাম্পটি করা হয়েছে কেইএম হাসপাতালের সঙ্গে পার্টনারশিপে। শিবসেনার নেতা সাদা সারভানকারের পুত্র সমাধান সারভানকার সমগ্র বিষয়টি তত্ত্বাবধান করছেন।যাঁরা রক্ত দান করতে ইচ্ছুক তাঁদের ১১ ডিসেম্বরের মধ্যে নাম শিবসেনার স্থানীয় শাখা কার্যালয়ে নথিভুক্ত করতে হবে। সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত রক্তদান পর্ব চলবে। ইতিমধ্যেই নাম রেজিস্টার করেছেন শ তিনেক মানুষ। হাজার খানেক মানুষ রক্তদান করবেন বলে মনে করা হচ্ছে।
আয়োজকদের তরফে এক কর্মকর্তা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ওয়েবসাইটে আমরা পড়েছি যে পোলট্রি আর ডেয়ারি প্রোডাক্ট থেকে প্রোটিন আর ভিটামিনের যোগান আসে শরীরে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে সাহায্য করে। আর মহামারীর সময়ে তো ইমিউনিটি বৃদ্ধি করা সকলেরই লক্ষ্য। তাই আমরা ঠিক করি রক্তদাতাদের চিকেন কিংবা পনির দেওয়া যাক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)