এক্সপ্লোর
Advertisement
আর্থিক তছরুপ মামলা: বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
মুম্বই: ব্যাঙ্ক ঋণ ফেরত না দেওয়ার মামলায় লিকার ব্যারন বিজয় মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।
গত ১৫ এপ্রিল, মুম্বইয়ের বিশেষ আদালতে দ্বারস্থ হয়ে মাল্যর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার ফলস্বরূপ, কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধারের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।
এর আগে, ৯ হাজার কোটি টাকার অধিক ব্যাঙ্ক ঋণ ফেরত না দেওয়ার মামলায় হাজিরা দেওয়ার জন্য তিনবার মাল্যকে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু, দেশের বাইরে (লন্ডনে রয়েছেন মাল্য) থাকায় তিনি হাজির হননি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) অনুযায়ী মামলা দায়ের করে ইডি।
প্রসঙ্গত, মাল্যকে প্রথম সমন পাঠানো হয়েছিল ১৮ মার্চ। এরপর ২ এবং ৯ এপ্রিলও সমন পাঠায় ইডি। গত ১৫ এপ্রিল মাল্যর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় কেন্দ্র। এর সঙ্গে সঙ্গেই আদালতে মাল্যর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করে ইডি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement