বৃষ্টিতে ভাসছে মুম্বই, বিগ বি-র বাংলো, শাহরুখের দফতরের সামনে জল, টুইট বলিউডের
মুম্বই: প্রবল বৃষ্টিতে স্তব্ধ মায়ানগরী মুম্বই। নাকাল মুম্বইবাসী। এমনকী, বর্ষার জমা জলের প্রকোপ থেকে বাদ পড়লেন না বলিউডের হুজ-হু’রা। একদিকে, মেগাস্টার অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’-র সামনে যেমন জল জমেছে, তেমনই জলমগ্ন বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের দফতর। অমিতাভের বাড়ির সামনে রাস্তায় জল জমেছে। ফলে, সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। সেই খবর টুইটারে পোস্ট করেছেন ছেলে অভিষেক বচ্চন।
অন্যদিকে, সুপারস্টার সান্টা ক্রুজে শাহরুখের সংস্থা রেড চিলিজের দফতরের সামনও জল জমেছে। সেখানেও তীব্র যানজট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন। তাদের পূর্বাভাস, আগামী ২৪-ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বইতে।
মুম্বইয়ের বৃষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছে বলিউড। অনেকে জলে আটকে পড়ার অভিজ্ঞতা যেমন জানিয়েছেন। তেমনই অনেকে নিজেদের ভাবনা শেয়ার করেছেন। কেউ হেল্পলাইনের নম্বর লিখেছেন। কেউ অনুরোধ করেছেন শান্তি বজায় রাখতে। আবার কেউ আহ্বান করেছেন রাস্তার জন্তুদেরও আশ্রয় দিতে।
[embed]https://twitter.com/priyankachopra/status/902482721175257090[/embed] https://twitter.com/LaraDutta/status/902479760214786048 https://twitter.com/juniorbachchan/status/902455148416458752 https://twitter.com/AnilKapoor/status/902485204589207552 https://twitter.com/AnupamPkher/status/902477012840964097 https://twitter.com/bindasbhidu/status/902488885128769537 https://twitter.com/VishalDadlani/status/902488570304184320 https://twitter.com/aliaa08/status/902491584058544128 https://twitter.com/ShraddhaKapoor/status/902493699765964800 https://twitter.com/TandonRaveena/status/902505448946917376 https://twitter.com/TheVikramBhatt/status/902506203573510144 https://twitter.com/MaheshNBhatt/status/902491694683250688 https://twitter.com/GulPanag/status/902446630426644480 https://twitter.com/Sophie_Choudry/status/902428725140234240 https://twitter.com/TheFarahKhan/status/902514628285964288