এক্সপ্লোর
মুম্বইয়ে ট্রেনের কামরায় মহিলা যাত্রীকে দেখিয়ে হস্তমৈথুন,গ্রেফতার যুবক

মুম্বই: ট্রেনের কামরায় বসে এক মহিলার দিকে তাকিয়ে হস্তমৈথুন এক যুবকের। পুরো ঘটনা মোবাইলের ক্যামেরায় রেকর্ডিং করে পুলিশের কাছে অভিযোগ জানালেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। জানা গেছে, ৩০ বছরের ওই যুবক মাদকাসক্ত। সে ঠিকাশ্রমিক। রেল পুলিশ জানিয়েছে, গত শনিবার এই ঘটনা ঘটে। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসএমটি) থেকে বেলাপুরগামী ট্রেনের প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কামরায় উঠেছিল ওই যুবক। সংলগ্ন মহিলা কামরায় ছিলেন অভিযোগকারিনী মহিলা। তাঁর দিকে তাকিয়ে ওই আশালীন কাজ করে অভিযুক্ত। অভিযুক্তের নাম ক্রুপা পটেল। এরপর সে মসজিদ স্টেশনে ট্রেন থেকে নেমে যায়। এরপর মহিলা জিআরপি-র কাছে অভিযোগ জানান এবং ভিডিও ক্লিপও জমা দেন। জিআরপি-র এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের ইনফর্মারদের অভিযুক্তের ছবি দেওয়া হয়। তখনই জানা যায়, ওই যুবক মাদকাসক্ত। পুলিশ জানতে পারে, ক্রুপা প্রায়ই সিএসএমটি চত্বরে আসে। তাকে ধরতে স্টেশন চত্বরেই ফাঁদ পাতে পুলিশ। গতকাল সকালে সিএসএমটি বাস টার্মিনাল সংলগ্ন গার্ডেনের গেট থেকে তাকে পাকড়াও করা হয়।। ধৃতের ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















