এক্সপ্লোর
Advertisement
তিনমূর্তি ভবন কমপ্লেক্সে প্রাক্তন প্রধানমন্ত্রীদের মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত, নেহরুর ঐতিহ্য নষ্ট হবে, সওয়াল করে আপত্তি কংগ্রেসের
নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সংগ্রহশালা বা মিউজিয়াম হবে রাজধানীর তিনমূর্তি ভবন কমপ্লেক্সে। সেখানে দীর্ঘদিন ধরে রয়েছে জওহরলাল নেহরু মেমোরিয়াল। এই সিদ্ধান্ত জানিয়েছেন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (এনএমএমএল)-এর ডিরেক্টর শক্তি সিনহা। তিনমূর্তি ভবনে ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর সরকারি আবাস। তাঁর স্মৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় সেখানে একটি স্বশাসিত সংস্থা হিসাবে ওই মেমোরিয়াল স্থাপিত হয়।
সিনহা জানান, সম্প্রতি মেমোরিয়ালের ৪৩-তম বার্ষিক সভায় পৌরহিত্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ প্রতিনিধিদের অভয় দেন, এই পদক্ষেপে নেহরুর ঐতিহ্য, আদর্শ নষ্ট করার কোনও অভিপ্রায় তাঁদের নেই। বৈঠকের পর সিনহা বলেন, তিনমূর্তি ভবন কমপ্লেক্সের ২৫ একর জমির এস্টেটে সব প্রধানমন্ত্রীর মিউজিয়াম হবে। নেহরু মেমোরিয়ালের বর্তমান কাঠামোর বাইরেই হবে মিউজিয়াম। এজন্য ২৮০ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে।
বর্তমান মেমোরিয়াল ভবনটি সেখানকার গোটা জমির মাত্র আধা একরের ওপর দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়ে সিনহা বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়েই অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হবে প্রধানমন্ত্রীদের মিউজিয়াম।
সূত্রের খবর, বার্ষিক বৈঠকে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে তিনমূর্তি কমপ্লেক্সে প্রস্তাবিত প্রধানমন্ত্রীদের মিউজিয়াম তৈরির বিরোধিতা করে বলেন, এতে নেহরুর ঐতিহ্য নষ্ট হবে, তিনমূর্তি ভবনে নয়, অন্য কোথাও হোক ওই মিউজিয়াম। পাল্টা রাজনাথ বলেন, নেহরুর ঐতিহ্য ধুলোয় মেশানোর প্রশ্নই নেই। কেউই তা করবেন না কারণ দেশের প্রথম প্রধানমন্ত্রীর অবদানের কোনও তুলনা নেই।
প্রস্তাবিত মিউজিয়ামের জন্য কোনও পৃথক সোসাইটি তৈরি হবে নাকি নতুন কাঠানো তৈরির জন্য বর্তমান মেমোরিয়ালের নিয়মনীতি বদলানো হবে, তা এখনও স্থির হয়নি।
সূত্রের খবর, কেন্দ্রের বর্তমান সরকারের ভিতরে একটা জোরালো ধারণা রয়েছে যে, প্রধানমন্ত্রীদের মাধ্যমে প্রতিফলিত হওয়া দেশের সব সরকারের অবদান ও সাফল্যের কাহিনি আগামী প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।প্রধানমন্ত্রীদের নিয়ে মিউজিয়াম হলে আগামী প্রজন্ম ও স্বাধীন ভারতের ইতিহাস জানতে ইচ্ছুক মানুষজনের খুব উপকার হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement