এক্সপ্লোর
Advertisement
Muslim Family Donated Land For Temple : ভ্রাতৃত্বের অনন্য নজির, শিবমন্দিরের জন্য পৈতৃক ভিটে দান করল মুসলমান পরিবার
কাসিমের মৌখিক কথার জেরে প্রায় ২৫ বছর আগে শাহনাথন মহল্লায় তৈরি হয়েছিল শিব মন্দিরটি। তবে এতদিন বিভিন্ন জটিলতায় মন্দির কমিটির হাতে ছিল না জমির দলিল। সেই ব্যবস্থাপনা নিশ্চিত করে ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনের বার্তা দিতেই তাদের হাতে জমির যাবতীয় কাগজ তুলে দিয়েছেন হাজি।
মিরাট: আলির সৌজন্যে পাকা হচ্ছে ভোলেনাথের ঠিকানা।
সাম্প্রদায়িক ভ্রাতৃত্বের নতুন নজিরের নিশান। জায়গা উত্তরপ্রদেশের মিরাট। শিব ঠাকুরের মন্দিরের জন্য পৈতৃক জমির দলিল তুলে দিল এক মুসলমান পরিবার।
উৎসবের মরশুমে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে হাজি আসিম আলি জমির দলিল তুলে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষের হাতে। ১৯৭৬ সালে হাজি-র কাকা কাসিম আলি মৌখিকভাবে মন্দির তৈরির জন্য ইন্দ্রনগরে তাদের বাড়ির প্রায় ১৮০০ বর্গ ফুট জমি তুলে দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষের হাতে। যা অর্ধেক একর জমির কিছুটা কম।
কাসিমের মৌখিক কথার জেরে প্রায় ২৫ বছর আগে শাহনাথন মহল্লায় তৈরি হয়েছিল শিব মন্দিরটি। তবে এতদিন বিভিন্ন জটিলতায় মন্দির কমিটির হাতে ছিল না জমির দলিল। সেই ব্যবস্থাপনা নিশ্চিত করে ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধনের বার্তা দিতেই তাদের হাতে জমির যাবতীয় কাগজ তুলে দিয়েছেন হাজি।
মন্দির কর্তৃপক্ষও শুধু হাজিকে ধন্যবাদ জ্ঞাপনেই তাঁদের দায়িত্ব সারতে নারাজ। তারা পরিকল্পনা করছে, হাজিদের পরিবারের জমিদানের বিষয়টা সকলকে জানাতে তাদের নামের ফলক মন্দির চত্বরে স্থাপন করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement