এক্সপ্লোর
Advertisement
বিয়ের আসরে বরের নাগিন ডান্স! বিয়ে ভাঙলেন কনে
বিয়ে করতে এসে নাগিন ডান্স! আর তাতে বিয়েটাই গেল ভেঙে। অভিযোগ, রীতিমতো মত্ত অবস্থায় বিয়ে করতে এসেছিলেন পাত্র। অবস্থা এমনই বেসামাল, না তার মাথায় ছিল কনেপক্ষের সম্মানের কথা, না পাত্রীর ভাবাবেগের প্রশ্ন। কোনওকিছু তোয়াক্কা না করেই বিয়ের আসরে নাচ শুরু করে পাত্র।
লখীমপুর: বিয়ে করতে এসে নাগিন ডান্স! আর তাতে বিয়েটাই গেল ভেঙে। অভিযোগ, রীতিমতো মত্ত অবস্থায় বিয়ে করতে এসেছিলেন পাত্র। অবস্থা এমনই বেসামাল, না তার মাথায় ছিল কনেপক্ষের সম্মানের কথা, না পাত্রীর ভাবাবেগের প্রশ্ন। কোনওকিছু তোয়াক্কা না করেই বিয়ের আসরে নাচ শুরু করে পাত্র। তারপর রেগেমেগে বরযাত্রী সহ বর ফেরালেন পাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখীমপুর খীরীতে।
ঘটনাটি ছিল কতকটা এইরকম। মত্ত অবস্থায় সবান্ধব বিয়ের আসরে পৌঁছায় বর। সেই সময় ডিজে বাজছিল সেখানে। সেই তালে নাচ শুরু করে তার বন্ধুরা। নাচার জন্য পাত্রের হাত ধরেও টানাটানি করতে থাকে তারা। সেও সবকিছু ভুলে নাচে সামিল হয়। বরের এমত অবস্থা দেখে তাকে সরিয়ে আনার চেষ্টা করে কনেপক্ষ। কিন্তু সে তো নাছোড়বান্দা। নাচ বন্ধ করা তো দূরের কথা, পাত্রীর বাড়ির লোকেদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে সে।
মালাবদলের সময়ও বরের মন নাচের দিকে। কনের গলায় মালা পরাতে গিয়ে সে চলে যায় ডান্স ফ্লোরে। শুরু করে দেয় নাগিন ডান্স। এতে চূড়ান্ত অপমানিত বোধ করেন পাত্রী। বিয়ে ভেঙে দেন তিনি।
কনের কথা শুনে চটে গিয়ে তাকে চড় কষিয়ে দেয় পাত্র। তারপরই পুলিশ ডাকে কনের বাড়ির লোক! কোনও অভিযোগ দায়ের না হলেও, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বিয়ের রাতের যাবতীয় খরচ নাকি দিতে রাজি হয়েছে বরপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement