২০০০ টাকার নোটে ন্যানো-জিপিএস চিপ! জল্পনা ওড়াল আরবিআই
নয়াদিল্লি: মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল এবং নতুন নোট সংক্রান্ত ঘোষণার পর থেকে দেশজুড়ে কার্যত হইচই পড়ে গিয়েছে। অধিকাংশ আমজনতা একদিকে যেমন খুঁজে বেড়াচ্ছেন, কীভাবে তাঁদের হাতে থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করবেন, সেই সময় সংবাদমাধ্যমের একাংশে আরও একটি খবর প্রকাশিত হয়।
বিভিন্ন দিকে খবর ছড়িয়ে পড়ে যে, সরকার যে নতুন ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসছে, তাতে ন্যানো জিপিএস চিপ (এনজিসি) রয়েছে। যার ফলে, ওই নোটের অবস্থান উপগ্রহের মাধ্যমে ট্র্যাক করা সম্ভব হবে। যদিও, এই খবরকে একেবারে ‘ভুয়ো’ বলে খারিজ করে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়ে দিয়েছে, তাদের প্রকাশিত বৈশিষ্ঠ্য ব্যথিত ২০০০ টাকার নোটে অতিরিক্ত কোনও সুরক্ষা বৈশিষ্ঠ্য নেই।
জল্পনা অনুযায়ী, নোটের মধ্যে থাকবে একটি অতি-ক্ষুদ্র অথচ শক্তিশালী রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) যার ফলে নোটটি যদি মাটির ১২০ ফুট নীচেও থেকে থাকে, তাও ধরা পড়বে উপগ্রহে।
আরও পড়ুন:
বৃহস্পতিবারই আসছে নতুন নোট, দু’হাজারের নোটে থাকবে মঙ্গলযানের এবং পাঁচশোর নোটে থাকবে লালকেল্লার ছবি
বলা হয়, কালো টাকা, দুর্নীতি, জালনোট এবং সর্বোপরি সন্ত্রাসমূলক কার্যকলাপে ওই নোট ব্যবহৃত হচ্ছে কি না, তা জানতেই ওই চিপ বসানো হয়েছে।
কিন্তু পাল্টা, বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলা হয়েছে, এত পাতলা একটি নোটে এধরনের চিপ ঢোকানোর প্রযুক্তি এখন বিশ্বে কারও কাছে নেই। দ্বিতীয়ত, আরএফ সিগন্যালিং অধিক দূরত্বে কাজ করে না। সেখানে কয়েক’শ কিলোমিটার ওপরে মহাকাশে থাকা উপগ্রহ থেকে তাকে ট্র্যাক করা শুধুমাত্র কল্পবিজ্ঞানেই সম্ভব।
বাস্তববাদীদের যুক্তি, তাঁরা কোথায় টাকা ব্যবহার করছেন, তার ওপর সরকার দজরদারি চালাক, এটা দেশের মানুষ কখনই মেনে নেবেন না। সর্বোপরি, রিজার্ভ ব্যাঙ্কের তরফে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটের যে সুরক্ষা বৈশিষ্ঠ্যগুলি প্রকাশিত করা হয়েছে, তাতেও জিপিএস চিপের কোনও উল্লেখ নেই।
তাই আমজনতার চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।