ছত্তিশগড়ে বাসে আগুন মাওবাদীদের, রাস্তা চায় না, তাই এই নাশকতা, বললেন পুলিশকর্তা
রায়পুর: ছত্তিশগড়ে যাত্রীবাসে আগুন ধরিয়ে দিল মাওবাদীরা। যদিও, যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের নারায়ণপুর জেলায়।
জেলা পুলিশ সুপার সন্তোষ সিংহ জানান, সোমবার রাতে নারায়ণপুর থেকে একটি যাত্রীবোঝাই বাস ওরচা যাচ্ছিল। মাঝে ঝোরিগাঁও গ্রামের কাছে বাসটিকে দাঁড় করায় মাওবাদীরা। যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ দেয়। এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।
খবর পেয়েই সেখানে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা জুড়ে শুরু হয় চিরুনি-তল্লাশি। তবে, এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। বাসটি ভস্মীভূত হলেও, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও, ঠিক কতজন যাত্রী ওই বাসে ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের অনুমান, ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রচুর রাস্তা তৈরি হচ্ছে। এতেই বিভ্রান্ত হচ্ছে মাওবাদীরা। তারা তাই মাঝেমধ্যে এই ধরনের কাজ করে নিজেদের হতাশা জাহির করছে।
[embed]https://twitter.com/ANI_news/status/869481555491569664[/embed]এই ঘটনার ঠিক আগের দিন, অর্থাৎ রবিবার ভোরে তিন মহিলা সহ সাত মাওবাদী ক্যাডারকে নারায়ণপুরের কাছে একটি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
সন্তোষ জানান, শনিবার রাতে ধানোরা ও ওরচা গ্রামে মাওবাদীদের বিরুদ্ধে একটি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। রবিবার ভোররাতে টেকানার গ্রামের কাছে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির সংঘর্ষ বাঁধে। এরপরই ৭ জনকে পাকড়াও করা হয়।
সন্তোষের মতে, মাওবাদীরা সেখানে কোনও হামলার ছক কষেছিল। পুলিশ সুপার বলেন, জেরায় ধৃতরা বাহিনীর অস্ত্র লুঠ খেরে শুরু করে বহু নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।