এক্সপ্লোর
Advertisement
১১৬ বছর বয়সে প্রয়াত নেতাজির গাড়ির চালক আজাদ হিন্দ ফৌজের সদস্য নিজামউদ্দিন
আজমগড়: ১১৬ বছর বয়সে প্রয়াত নেতাজি সুভাষচন্দ্র বসুর গাড়ির চালক এবং আজাদ হিন্দ ফৌজের সদস্য নিজামউদ্দিন। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর পা ছুঁয়ে তাঁকে সম্মান জানিয়েছিলেন।
কর্নেল নিজামউদ্দিনের আরেক নাম সৈফুদ্দিন। দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত অসুখে ভুগছিলেন নিজামউদ্দিন। আজমগড়ের মুবারকপুরের ধাকওয়া গ্রামে জীবনের শেষ সময়ে ছিলেন নিজামউদ্দিন।
আইএনএ গঠনের পর তিনি একাধারে নেতাজি সুভাষচন্দ্রের চালক এবং নিরাপত্তারক্ষীর কাজ করেছেন। এমনকি নেতাজি যখন হিটলারের সঙ্গে ভারতের স্বাধীনতার জন্যে সাহায্য চাইতে গিয়েছিলেন, তখনও সেই সফরে উপস্থিত ছিলেন নিজামউদ্দিন। এছাড়া নেতাজির সঙ্গে জাপান, তাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফরেও সঙ্গী ছিলেন তিনি।
তাঁর পরিবারে রয়েছেন তাঁর ১০৭ বছরের স্ত্রী আজবুনিসা, ৮৫ বছরের মেয়ে হাবিবুনিসা, ছেলে আখতার আলি (৭২), আনওয়ার আলি (৬৫) এবং শেখ আক্রম (৫৫)।
গত বছর ১১৬ বছর বয়সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন। ২০১৪ সালে বারাণসীতে মোদী নিজামউদ্দিনের পা ছুঁয়ে তাঁকে সম্মান জানিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement