এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে জাকির নায়েকের ১০টি অফিসে এনআইএ হানা
মুম্বই: মুম্বইয়ে, ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ১০টি অফিসে শনিবার তল্লাশি চালাল এনআইএ। স্থানীয় পুলিশের সাহায্যে জাতীয় তদন্তকারী সংস্থা জাকিরের অফিসগুলিতে হানা দিয়েছে। এর আগে শুক্রবার সন্ধেয় জাকিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এনআইএ। তার বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ঢাকার গুলশনে কাফে হামলার পর জাকিরের নাম প্রথম শিরোনামে আসে। জানা যায়, ঢাকা হামলার জঙ্গিরা তার বক্তৃতা শুনে অনুপ্রাণিত হয়েছিল। মুম্বইয়ের পশ্চিমে মালাভানি এলাকার কয়েকজন যুবকও তার বক্তৃতায় প্রেরণা পেয়ে দেশ ছেড়ে পালিয়ে আইএসআইএস-এ নাম লেখায়। এছাড়া কেরলের কাসারগোদ এলাকার বেশ কয়েকজন যুবকযুবতী আইএসে যোগ দেওয়ার জন্য ঘর ছাড়ে। তাদের উসকানি দেওয়ার অভিযোগে জাকিরের এনজিও আইআরএফ-এর কয়েকজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
আইআরএফ-কে ইতিমধ্যেই ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে কেন্দ্র। সেই কাগজপত্র শুক্রবার মুম্বই পুলিশ তুলে দেয় মুম্বইয়ে ওই এনজিও কর্মীদের হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, আইআরএফ, বিশেষ করে সংস্থাটির প্রতিষ্ঠাতা জাকির নায়েক তার অনুগামীদের ধর্মের ভিত্তিতে হিংসা ও ঘৃণা ছড়ানোর প্রশিক্ষণ দিচ্ছে।
আরও পড়ুন জাকিরের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হচ্ছে সন্ত্রাস দমন আইনে
তবে জাকির দীর্ঘদিন ধরে দেশের বাইরে। ঢাকা সন্ত্রাসে তার নাম উঠে আসার পর থেকেই গ্রেফতার এড়াতে আর দেশে ফেরেনি সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement