এক্সপ্লোর
নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত চারজনকেই রাখা হল তিহাড় জেলে, দ্রুত কার্যকর হতে পারে মৃত্যুদণ্ড
এরই মধ্যে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যসচিব।

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বাকি তিনজনের মতোই পবন গুপ্তকেও নিয়ে যাওয়া হল তিহাড় জেলে। তাকে দিল্লির মান্ডোলি জেল থেকে তিহাড়ে নিয়ে যাওয়া হল। চারজন অপরাধীকেই কঠোর নিরাপত্তার মধ্যে একই জেলে রাখার পাশাপাশি বিহারের বক্সার জেলার একটি কারাগার কর্তৃপক্ষকে ১০টি ফাঁসির দড়ি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তিহাড় জেলের এক আধিকারিক জানিয়েছেন, ফাঁসিকাঠ রক্ষণাবক্ষণের কাজও শুরু হয়েছে। ফলে মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার জল্পনা শুরু হয়েছে।
এরই মধ্যে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যসচিব। সূত্রের খবর, নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজা কার্যকরের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। গত সপ্তাহেই বক্সার জেল কর্তৃপক্ষকে ফাঁসির দড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়। তবে কবে, কোথায় দড়িগুলি ব্যবহার করা হবে, সেটি জানানো হয়নি। এখন শোনা যাচ্ছে, এ মাসের শেষদিকে ফাঁসি দেওয়া হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
