এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মামলায় সিবিআই তদন্তের দাবি নির্ভয়া-মামলার আইনজীবী সীমা সমৃদ্ধির
পুলিশ কেন তদন্ত শেষ না করেই ঘটনাকে সুইসাইড বলছে? এমনই প্রশ্ন তুলে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মুম্বই পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন নির্ভয়া-মামলার আইনজীবী সীমা সমৃদ্ধি। দাবি জানালেন সিবিআই তদন্তের।
নয়াদিল্লি: পুলিশ কেন তদন্ত শেষ না করেই ঘটনাকে সুইসাইড বলছে? এমনই প্রশ্ন তুলে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মুম্বই পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন নির্ভয়া-মামলার আইনজীবী সীমা সমৃদ্ধি। দাবি জানালেন সিবিআই তদন্তের। সুশান্ত অকালে চলে যাওয়ার পর এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত। কিন্তু এখনও তার জের শেষ হয়নি। সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলে এখনও নানা পোস্ট নজরে আসছে। ফ্যান থেকে সেলেব, নানা মানুষ আজও ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। একই দাবি সম্প্রতি তুলেছিলেন সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীও। কঙ্গনা রানাউত তো বার বার কর্ণ জোহর থেকে শুরু করে যশরাজ ফিল্মসের কর্তা আদিত্য চোপড়ার বিরুদ্ধেও স্বজন-পোষণের অভিযোগ তুলেছেন।বলেছেন, আত্মহত্যা নয়, সুশান্তের মৃত্যু এক পরিকল্পিত হত্যা। গত সপ্তাহে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
আর এবার মুখ খুললেন নির্ভয়া মামলার আইনজীবী সীমা সমৃদ্ধি। তাঁর বক্তব্য যেখানে তদন্ত শেষ হয়নি, যেখানে খুনের সাপেক্ষে বেশ কিছু প্রমাণ মজুত, সেখানে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে দিচ্ছে কেমন করে!মামলাটির যেন সিবিআই তদন্ত করা হয়, এমন অনুরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ট্যুইটও করেন সীমা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement