এক্সপ্লোর
জাতীয় সঙ্গীত যখন ছবির গল্পের অঙ্গ, তখন দাঁড়ানোর দরকার নেই, নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: জাতীয় সঙ্গীত সিনেমা হলে চললে দাঁড়াতে হবে ঠিকই। কিন্তু জাতীয় সঙ্গীত যখন ছবিরই অংশ, তখন উঠে দাঁড়ানো নিষ্প্রয়োজন। আগের নির্দেশে সংশোধনী এনে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
মাসখানেক আগে মুম্বইতে দঙ্গল ছবিটি চলাকালীন একটি দৃশ্যে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে না দাঁড়ানোয় এক প্রৌঢ়কে হেনস্থা করা হয়। শীর্ষ আদালতের নয়া নির্দেশে পরিষ্কার, ছবির মধ্যে জাতীয় সঙ্গীত চললে উঠে দাঁড়ানো আর বাধ্যতামূলক নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবশ্য আগেই নোটিশ জারি করে জানিয়ে দেয়, ছবির ফাঁকে জাতীয় সঙ্গীত চললে উঠে দাঁড়ানোর অনাবশ্যক। ২০১৫-য় জারি করা ওই নোটিশে তারা বলে, যখন, যেখানেই জাতীয় সঙ্গীত চলুক, দেশবাসীর উচিত, যথাযথ সম্মান প্রদর্শন। কিন্তু যদি জাতীয় সঙ্গীত কোনও ছবির অংশ হয়, খবর বা তথ্যচিত্রের মধ্যে চলে তাহলে দর্শকের উঠে না দাঁড়ালেও চলবে কারণ তাতে ছবির প্রদর্শনে বাধা আসবে। ফলে জাতীয় সঙ্গীতের মর্যাদা তো বাড়বেই না, বরং বিশৃঙ্খলা তৈরি হতে পারে। পরে আরও একটি নোটিশ জারি করে শারীরিকভাবে অসমর্থ নাগরিকদের জাতীয় সঙ্গীত বাজার সময় দাঁড়ানো থেকে অব্যাহতি দেয় তারা।
কিন্তু গত বছর ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট তার রায়ে জানায়, দেশবাসীর মধ্যে স্বাজাত্যবোধ জাগানো ও জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি সম্মানজ্ঞাপনের জন্য জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো জরুরি।
এই রায়ের পর জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে না দাঁড়ানোর জন্য দেশের বিভিন্ন জায়গায় সিনেমা হলে হামলা চলেছে বলে অভিযোগ। এমনকী শারীরিকভাবে অসমর্থ ব্যক্তিরাও হামলার শিকার হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ছবির মধ্যে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়ানো নিষ্প্রয়োজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement