বিমান ধরতে না পারলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, সময়ে পৌঁছতে হবে যাত্রীকেই: সুপ্রিম কোর্ট
বিমানে ওঠার ক্ষেত্রে বোর্ডিং পাস নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের।
নয়াদিল্লি: বিমানে ওঠার ক্ষেত্রে বোর্ডিং পাস নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। এদিন আদালত জানায়, বোর্ডিং পাস নিয়ে যাত্রীকেই সময় মতো বোর্ডিং গেটে পৌঁছতে হবে। যাত্রী যদি সময়মতো বোর্ডিং গেটে না পৌঁছন এবং তার জন্য সেই যাত্রী যদি বিমান ধরতে না পারেন, সেক্ষেত্রে তার দায় নেবে না সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
২০১৭ সালে একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই বছর এক যাত্রী ক্রেতা সুরক্ষা ফোরামে অভিযোগ করেন, তাঁর বোর্ডিং পাস থাকা সত্ত্বেও, তাঁকে না নিয়ে বিমানটি কলকাতা থেকে আগরতলার উদ্দেশে রওনা দেয়। এই নিয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বোর্ডিং পাস থাকলেই যাত্রীকে বিমান সংস্থার কর্মীরা দায়িত্ব নিয়ে বোর্ডিং গেটে সময়মতো পৌঁছে দেবেন এমন কোনও নিয়ম নেই। এটা যাত্রীর দায়িত্ব। বোর্ডিং পাস আছে, অথচ যাত্রী সময়মতো গেটে পৌঁছেননি। এমন পরিস্থিতিতে বিমানটি সেই যাত্রীকে ছেড়েই গন্তব্যের উদ্দেশ্য রওনা হতে পারে।