এক্সপ্লোর
গরুকে জাতীয় পশু ঘোষণার কোনও প্রস্তাব জমা পড়েনি, লোকসভায় জানাল কেন্দ্র

নয়াদিল্লি: গরুকে জাতীয় পশু ঘোষণার কোনও প্রস্তাব সরকারের কাছে আসেনি। সরকারের পক্ষ থেকে আজ লোকসভায় এ কথা জানানো হয়েছে। উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন মহল থেকে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি উঠেছে। এ সংক্রান্ত একটি একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, এ ধরনের কোনও প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়েনি। রিজুজু আরও বলেছেন, সংবিধানের ২৪৬ (৩) ধারায় কেন্দ্র ও রাজ্য ক্ষমতার বন্টন অনুসারে, পশু সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে আইন প্রণয়ণের অধিকার রয়েছে রাজ্যগুলিরই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















