যাত্রীভাড়া বৃদ্ধির কোনও পরিকল্পনা নেই, জানাল রেল
নয়াদিল্লি: যাত্রীভাড়া বৃদ্ধি করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিল রেল।
বুধবার, সংসদে প্রশ্নোত্তর পর্বে, লিখিত জবাবে রেল প্রতিমন্ত্রী রাদজেন গোহেন জানান, ২০১৭ সালের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে জাতীয় পরিবহণকারীর যাত্রী সংখ্যা ০.৬৮ শতাংশ বেড়েছে। একইভাবে, দিল্লি-মুম্বই রুটে এই বৃদ্ধি ০.৯৯ শতাংশ। ফলে, বর্তমানে, যাত্রীভাড়া বাড়ানোর কোনও প্রস্তাব বা পরিকল্পনা নেই রেলের।
স্পেশাল ট্রেনে অতিরিক্ত চার্জ বসানো নিয়ে গোহেন বলেন, বর্তমানে এগুলি চাহিদার ভিত্তিতে চালু করা হয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি নির্ধারিত সূচির বাইরে গিয়ে অতিরিক্তভাবে চালানো হয়। ফলে, সেখানে সংরক্ষিত দ্বিতীয় শ্রেণিতে বেসিক ভাড়ার ১০ শতাংশ অতিরিক্ত মূল্য এবং অন্য শ্রেণিতে ৩০ শতাংশ অধিক মূল্য ধার্য করা হচ্ছে।
পাশাপাশি, সুবিধা ট্রেনের ক্ষেত্রেও অতিরিক্ত মূল্য ধার্য করা হচ্ছে বলেও জানান গোহেন। তিনি বলেন, প্রথম ২০ শতাংশ আসনের জন্য এই ট্রেনের ন্যূনতম ভাড়া তৎকাল ভাড়ার সমতুল্য রাখা হয়েছে। পরবর্তী ২০ শতাংশ আসনের ক্ষেত্রে ভাড়া প্রথম ধাপের দুগুণ করা হয়েছে। পরের ২০ শতাংশ ধাপে ভাড়া প্রথম ধাপের তিনগুণ, যা সর্বাধিক।
গোহেনের মতে, এই ট্রেনের ভাড়া অধিক রাখা হয়েছে কারণ, প্রত্যেক ট্রেনের ওয়েটিং লিস্টের ওপর নজর রেখে সেই অনুযায়ী ট্রেনের কোচ ও রকের সংখ্যা বাড়ানো বা কমানো, চটজলদি কর্মী মোতায়েন করতে বাড়তি খরচ হয়।
অন্যদিকে, আরেকটি প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী জানিয়ে দেন, আর্থরাইটিস বা বাতের রোগীদের জন্য কোনও বিশেষ ছাড় দেওয়া হবে না। তাঁর দাবি, ইতিমধ্যেই প্রায় ৫০টির বেশি বিভিন্ন ক্যাটেগরিতে ছাড় দিতে গিয়ে প্রচুর লোকসান হয়। ফলে, নতুন ক্যাটেগরির কোনও সংস্থান নেই। তাঁর মতে, আর্থরাইটিসের রোগীরা টিকিট বুক করার সময় লোয়ার বার্থ বেছে নিতে পারেন।