ভিডিওতে দেখুন: কেদারনাথে অত্যুৎসাহীকে জুতো খুলতে মানা, দৃষ্টান্ত স্থাপন মোদীর
কেদারনাথ: দেশ থেকে ‘বহুল-প্রচলিত’ ভিআইপি সংস্কৃতির অবসান ঘটানোর আহ্বান স্রেফ যে তাঁর কথার কথা নয়, এদিন তা আক্ষরিক অর্থে পালন করেও দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবারই এবছরের জন্য খুলল কেদারনাথ মন্দিরের দরজা। প্রথম দর্শনার্থী হিসেবে পুজো দিতে যান মোদী। এদিন মন্দিরে প্রবেশ করার সময় যখন প্রধানমন্ত্রী নিজের জুতো খুলছিলেন, সেই সময় এক অনুগামী এগিয়ে আসেন সাহায্য করতে। কিন্তু, প্রধানমন্ত্রী সবিনয়ে তাঁকে মানা করেন।
সম্প্রতি, দেশ থেকে ভিআইপি-সংস্কৃতির অবলুপ্তি ঘটাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী। সর্বপ্রথম মন্ত্রী থেকে শুরু করে আমলাদের গাড়িতে লাল ও নীল বাতির ব্যবহার নিষিদ্ধ করেছেন।
নিজের নেওয়া সিদ্ধান্ত নিজে অনুসরণ করে অন্যদের কাছে উদাহরণ সৃষ্টি করলেন মোদী। প্রসঙ্গত, দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত ২৮ বছরে কেদারনাথ মন্দিরে ‘রুদ্রাভিষেক’ করলেন মোদী।
তাঁর আগে ১৯৮৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ভি পি সিংহ কেদারনাথে এসে ধর্মীয় আচার পালন করেছিলেন।
দেখুন সেই ভিডিও:
[embed]