এক্সপ্লোর
Advertisement
সংসদ ও রাষ্ট্রপতি ভবন দাসত্বের চিহ্ন, তাও ভেঙে ফেলুন, তাজমহল বিতর্কে মন্তব্য আজম খানের
নয়াদিল্লি: বিজেপির সঙ্গীত সোম তাজমহল নিয়ে যে বিতর্ক শুরু করেছেন, তাতে এবার ইন্ধন দিলেন সমাজবাদী পার্টির আজম খান। তাঁর বক্তব্য, দাসত্বের নিদর্শন ভেঙে ফেলার চেষ্টা করা রাজনৈতিক সপুংসকতা ছাড়া কিছু নয়।
সঙ্গীত সোমের নাম না করে আজম খান বলেছেন, যে গরুর কারবার করে তার এসব নিয়ে কথা বলার অধিকার নেই। এর ওপর সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ। কিন্তু তিনি বলতে চান, শুধু তাজমহল কেন, সমস্ত স্থাপত্যকেই তাহলে ভেঙে ফেলা হোক, যাতে শাসকের দুর্গন্ধ আছে।
তাঁর কথায়, রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার সবই ভেঙে দাও, যত রাগ একা তাজমহলের ওপর কেন। কারও নাম না করে তাঁর মন্তব্য, এ ব্যাপারে ‘বাদশাহে’র কাছে আবেদন করছেন তিনি। ‘ছোট বাদশাহ’কে নাকি তিনি বলেছেন, আপনি আগে চলুন, পিছনে আমরা চলব। প্রথমে আপনি আঘাত করুন, তারপর আমরা করব। বলার পর এখন পিছিয়ে আসা তো রাজনৈতিক নপুংসকতা।
বিজেপি বিধায়ক সঙ্গীত সোম মন্তব্য করেছেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্কের দাগ।
বিজেপি অবশ্য সঙ্গীতের বক্তব্য থেকে দূরত্ব রেখে বলেছে, প্রত্যেকের নিজের মতপ্রকাশের অধিকার রয়েছে। এটা ওঁর ব্যক্তিগত মতামত, আর প্রত্যেক বক্তব্যের ওপর দলীয় অবস্থান স্পষ্ট করা নিষ্প্রয়োজন। তবে একইসঙ্গে তাঁর মন্তব্য, ভারতীয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, ওই স্মারক বর্বরতার প্রতীক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement